DESK

Published:
2024-10-21 12:19:22 BdST

মর্গ থেকে মর্মান্তিকনিজ বাড়িতে প্রধান শিক্ষিকা খুন , স্বর্ণালংকার ল্যাপটপ লুট


 


ডেস্ক
_______________

নড়াইলের লোহাগড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সবিতা রানী বালা (৫৭) ওই গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। তিনি চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।


পরিবারের সদস্যরা জানান, একটি টিনের ঘরে ওই দম্পতি বসবাস করেন। ঘরটিতে টিনের চালা ও টিনের বেড়া; মেঝে ও দেয়াল কাঁচা মাটির। ওই ঘরের শয়নকক্ষের পাশের একটি কক্ষে সবিতা রানী পড়াশোনা ও অফিসের কাজ করেন। সেখানে একা ঘুমিয়েছিলেন সবিতা রানী।

পরিতোষ কুমার মণ্ডল বলেন, ‘পড়াশোনা শেষে রাত ১২টার দিকে ওই কক্ষেই একা ঘুমিয়েছিলেন সবিতা। রাত সাড়ে তিনটার দিকে পূজা-অর্চনা করতে আমি উঠি; দেখি তার কক্ষে বাইরে থেকে শিকল দেওয়া। পরিবারের অন্যদের ডেকে ঘরে ঢুকে দেখি, বিছানায় সে মৃত অবস্থায় পড়ে আছে। তার গলার ভেতরে কাপড় ঢোকানো। হাত-পা কাপড় দিয়ে বাঁধা। হাতের বালা, গলার চেইন, কানের দুল, একটি আংটি ও ল্যাপটপ লুট হয়েছে।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে স্বর্ণালংকার ও ল্যাপটপ লুট করতে গিয়ে তাঁকে (সবিতা বালা) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়