DESK
Published:2024-10-08 11:10:01 BdST
হার্ভার্ড-অক্সফোর্ড ও রাজশাহী কলেজের সেরা ছাত্ররা একইমানের: রাবি উপাচার্য
ডেস্ক
প্রিন্সটন-হার্ভার্ড-অক্সফোর্ড ও রাজশাহী কলেজের সেরা ছাত্ররা একইমানের বলে মূল্যায়ণ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য
ও ক্যামব্রিজ-ফেরত প্রফেসর ড. সালেহ হাসান নকিব। আত্মসন্তুষ্টির সঙ্গেই তিনি এ মূল্যায়ণ করেন।
তিনি বলেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থাকার সময় আমি এই বিষয়টি লক্ষ্য করেছি। প্রিন্সটন, হার্ভার্ড অক্সফোর্ডের ছাত্ররা যে মানের রাজশাহী কলেজের সেরা ছাত্ররাও ঠিক সেই মানের।
সোমবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক শ্রেণির নতুন শিক্ষার্থীদের ‘রিসিপশন ও ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, আমি নিজেও এই কলেজের শিক্ষার্থী ছিলাম।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলীর সভাপতিত্বে ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ নাফিস ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকার।
আপনার মতামত দিন: