DESK

Published:
2024-08-29 10:17:33 BdST

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন


অধ্যাপক ডা. নাজমুল হোসেন



ডেস্ক
____________________

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক।

২৮ আগস্ট২০২৪ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাকে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি জারি করা হয়েছে ।

অধ্যাপক ডা. নাজমুল হোসেন এক স্টাটাসে বলেন,
"স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব প্রাপ্তির জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
এই দায়িত্ব পালনে সাফল্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থী। সার্বিক অবস্থা এবং বন্যা পরিস্থিতির বিবেচনায় ফুলেল অভিনন্দন পরিহার করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ রইল।"

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেন
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায়
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ,চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ( সিএমসি২৮) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, তিনি মানুষ হিসেবে সৎ, সাহসী , সদালাপী , সজ্জন, তেমনি তিনি সফল মেধাবী শিক্ষক ও চিকিৎসক এবং স্বাস্থ্য প্রশাসকও। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।


চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ( সিএমসি২৮) ডা. রুমি আহমেদ এক শুভেচ্ছা পত্রে বলেন,

"
আমার আশা ছিল সুমন ভাই (অধ্যাপক নাজমুল হোসেন) মহা পরিচালক স্বাস্থ্যসেবা হন - কিন্তু ওনার স্বপ্ন ছিল মহা পরিচালক স্বাস্থ্য শিক্ষা! সুমন ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে! ওনার ১৪ বছরের বঞ্চনার আর প্রতীক্ষার পালা শেষ হয়েছে!
গত একযুগ ধরে এমন সপ্তাহ যায়নাই ওনার সাথে যোগাযেগ বা ইন্টারেকশন হয় নাই! এখন হয়তো আর তেমন হবে না - উনি ব্যস্ত হয়ে পড়বেন! আজ ওনাকে অভিনন্দন জানানোর জন্য ওনার সাথে ছবি খুজছিলাম এবং পেয়েও গেলাম! কিন্তু চোখ পড়লো পাশের আরেকটি ছবির দিকে!
গত বছর এর মে মাসে আমার আমন্ত্রণ কবুল করে সুমন ভাই যুক্তরাষ্ট্রে এসেছিলেন! আমাদের সায়েন্টিফিক সেমিনারে গল্প বললেন কিভাবে একটা সরকারি হাসপাতালে - তার উপর ঢাকার বাইরে - হার্ট সার্জারির পাইওনিয়ার হলেন! হৃদয় সার্জারি নিয়ে ওনার গল্প আর শেষ স্লাইডে হৃদয় নিয়ে ওনার এক লাইনের গান সায়েন্টিফিক সেমিনারের সিরিয়াস ক্রাউড কে ব্যাপক নাড়া দিয়েছিলো! "

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়