Dr.Liakat Ali

Published:
2023-06-12 17:37:36 BdST

ফটোশুটের সময় ওয়াটার বাইক উল্টে বিদেশে মধুচন্দ্রিমায় গিয়ে মৃত্যু চিকিৎসক দম্পতির

ডেস্ক


সদ্য চার হাত এক হয়েছিল। তার পর বিদেশে মধুচন্দ্রিমা গিয়েছিলেন চিকিৎসক দম্পতি। কিন্তু সেখান থেকে আর ঘরে ফেরা হল না। সমুদ্রে ওয়াটার বাইক উল্টে ডুবে মৃত্যু হল দু’জনেরই।

ডা লোকেশ্বরণ এবং ডা বিবুষ্ণিয়া। ১ জুন তাঁদের বিয়ে হয়েছিল। তাঁরা দু’জনেই পেশায় চিকিৎসক। বিয়ের পর মধুচন্দ্রিমা উপলক্ষে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন সদ্যবিবাহিত এই দম্পতি। পুলিশ সূত্রে খবর, বালির সমুদ্রে ফটোশুটের সময় দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।


প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, দম্পতি সমুদ্রে ওয়াটার বাইকে চড়ছিলেন। সেই অবস্থাতেই চলছিল ফটোশুট। আচমকা সেই ওয়াটার বাইকটি হোঁচট খেয়ে লাফিয়ে ওঠে। দু’জনকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। তার পর জলে উল্টে যায় ওয়াটার বাইক। স্বামী, স্ত্রী দু’জনেই সমুদ্রের জলে তলিয়ে যান।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়