Dr.Liakat Ali
Published:2023-01-10 19:26:10 BdST
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. আহমেদুল কবীর
সংবাদ সংস্থা
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিয়মিত মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে (৪২৭৩২) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালনের অনুমতিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা/দায়িত্ব অর্পণ করা হলো।
২০২০ সাল থেকে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. আহমেদুল কবির।
গত ৩১ ডিসেম্বর ২০২২ প্রাক্তন মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের মেয়াদ পেরিয়ে গেলে মহাপরিচালক শূন্য হয়।
আপনার মতামত দিন: