ডা শাহাদাত হোসেন

Published:
2022-11-22 22:19:59 BdST

মশা যাদেরকে কামড়ায় যে কারণে


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
___________________________


মশা কেন কিছু মানুষের প্রতি আকর্ষণ অনুভব করে ?
আপনি যে কার্বন ডাই অক্সাইড ছাড়েন মশা এর প্রতি আকৃষ্ট
মানুষের দেহাবয়ব যত বড় কার্বন ডাই অক্সাইড তারা ছাড়ে তত বেশী । এজন্য মশা তাদের কামড়ায় বেশী । একটি মশা কার্বন ডাই অক্সাইড চিহ্নিত করতে পারে ৫০ মিটার ( ১৬৪ ফিট ) দূর থেকে । যারা মদ্য পান করে বা ব্যায়াম করে এরাও মশাদের আকর্ষণ করে । মদ্য পান করলে বা ব্যায়াম করলে বাড়ে বিপাক হার । মশার কাছে এজন্য হয়ে উঠেন আরও আবেদন ময় ।গর্ভবতী হলে আপনার প্রতি মশার আকর্ষণ বেড়ে যায় । দিগুণ বাড়ে মশার কামড় । কারন গর্ভবতী নারীরা সাধারণের চেয়ে ২১ শতাংশ বেশী কার্বন ডাই অক্সাইড ছাড়েন । এছাড়াও তাদের দেহ ১৭ ডিগ্রি বেশি উষ্ণ থাকে । দেহ তাপ বেশি হলে মশা সহজে পেয়ে যায় আপনাকে । যখন ঘামেন তখন মশার কাছে আরও আবেদন ময় হয়ে উঠেন । ঘামের মধ্যে থাকে ল্যাক টিক এসিড । মশার বড় প্রিয় এই অম্ল । কঠোর ব্যায়াম করলে শরীরে জমে ল্যক টিক এসিড আর শরীর হয়য় উত্তপ্ত । মশা অশিষ্ট , খুঁতখুঁতে খাদক না হলেও এরা সব রক্ত গ্রুপের মানুষের রক্ত ভালবাসে না সমভাবে । এরা ও গ্রুপের রক্ত যাদের তাদের রক্ত খেতে খুব ভালোবাসে । এরা মশাকে অন্য গ্রুপের লোকদের তুলনায় দিগুণ বেশী আকর্ষণ করে । গবেষকরা দেখেছেন বিশেষ বিশেষ ধরনের আর পরিমানের ব্যক টে রিয়া যা আমাদের ত্বকে থাকে স্বাভাবিক ভাবে এরা মশার আকর্ষণের উপর প্রভাব ফেলে । মাইক্রব আর রাসায়নিক পদার্থ যেগুলো আমরা উৎপাদন করি এদের মিশ্রণ আমাদের অনন্য দেহ গন্ধ সৃষ্টি করে । মশা এই আকর্ষণীয় সুবাস চিহ্নিত করতে পারে । হতে পারে বিরক্তি কর কিন্তু সব মশার ভক্ষণ পধতি এক রকম নয় । বিভিন্ন মশার আছে বিভিন্ন খাদ্যাভ্যাস । যে মশা ম্যলেরিয়া ছড়ায় এরা পছন্দ করে লিমবার্গার চিজ । এই পনিরের স্বতন্ত্র গন্ধ তৈরি করে এক ধরনের ব্যক টে রিয়া যাদের, আমাদের পায়ের আঙ্গুলের ফাকে যে জীবাণু থাকে এদের সঙ্গে খুব মিল , প্রায় এক রকম ।এজন্যই এই মশা গন্ধাল পায়ের প্রতি আকর্ষণ বোধ করে । হাল্কা রঙের চেয়ে গা ঢ় রঙের প্রতি আকর্ষণ বেশী । ১০ জনে এক জন মানুষ মশাকে আকর্ষণ করে বেশি । ২০ শতাংশ মানুষ মশার কাছে দুর্নিবার আকর্ষণের মানুষ । অবিরাম এরা মশার দংশন লাভ করেন । কিছু মানুষ প্রাকৃতিক ভাবে নিঃসৃত করেন মশা বিতারক বস্তু । শরীর যদি স্টেরয়েড আর কোলেস্টেরল বিপাকে খুব কার্যকর হয় তাহলে এরা উপজাত দ্রব্য নিঃসরিত করে ত্বকে । মশা ত্বকে বেশি আকৃষ্ট হয় ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়