Dr. Aminul Islam
Published:2022-10-11 21:54:10 BdST
"তথ্য অধিকার আইনের প্রসিডিওর না মেনে কেউ ক্যামেরা বাগিয়ে প্রশ্ন করলেই জবাব দিতে বাধ্য নন"
সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি কাজী ওয়াসিমুল হক
ডেস্ক
________
সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি কাজী ওয়াসিমুল হক চিকিৎসক সহ প্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি পরামর্শ দিয়েছেন।
তাঁর পরামর্শ :
মনে করুন আপনি একজন প্রতিষ্ঠান প্রধান, আপনার অফিসে সাংবাদিকেরা প্রবেশ করতে চাইছে বা প্রবেশ করেছে, প্রথমতঃ আপনার অধিকার আছে তাদের প্রবেশে বাধা দেয়ার, দ্বিতীয়তঃ তাদের বের করে দেয়ার।
মাইন্ড ইট, তাদের কোন জবাব বা ব্যাখ্যা দিতে আপনি আইনত বাধ্য নন, ক্যামেরার সামনে যদি আপনার চুলকানি উঠে, তাহলে ভিন্ন কথা!
কেউ যদি 'তথ্য অধিকার আইন' অনুসারে যথাযথ প্রসিডিওর মেনে তথ্য চায়, তাহলে আপনাকে তা দিতে হবে, কিন্তু কেউ ক্যামেরা বাগিয়ে প্রশ্ন করলেই আপনাকে তার জবাব দিতে হবে না!
আপনার মতামত দিন: