ডা শাহাদাত হোসেন
Published:2022-10-11 05:25:12 BdST
বিএসএমএমইউ উপাচার্যের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ডেস্ক
___________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর রত্মগর্ভা মা হোসনে আরা বেগম এর আত্মার মাগফেরাত কামনায় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজ সোমবার (১০ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (২ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ) দুপুর ১২ টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে উপাচার্য মহোদয়ের মা হোসনে আরা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর চতুর্থ সন্তান। উপাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিবার।
বিএসএমএম ইউ সংবাদ বিজ্ঞপ্তি
আপনার মতামত দিন: