Ameen Qudir

Published:
2017-02-21 15:54:04 BdST

একুশের শহীদদের জায়গায় সাত বীরশ্রেষ্ঠের ছবি!



 

মোহাম্মদ শামসুদ্দোহা তাপস
______________________


স্কুলটি নাকি খুব নামকরা !!! মেধাবি প্রিন্সিপ্যাল দ্বারা পরিচালিত !
শিক্ষকগণ ও কম না একেক জন।
বলতে পারেন সবাই GPA 5.5 ++ আরকি।

আর জ্ঞান কিনতে আসেন দেশের মান্য গণ্য আর সুশীল পয়সা ওয়ালাদের সন্তানেরা আর বালতি ভরে জ্ঞান নিয়ে বাড়ি যান !

তা একটু আধটু ভুল এরা করতেই পারেন। কাট কপি আর পেস্ট এর যুগ কিনা !

ভাষা শহীদের আত্মা, লজ্জা পাবেন না ! দেশের শিক্ষার মান এখন এমনই !
আমরা অভ্যস্ত হয়ে গেছি। আপনারাও সময়ের সাথে মেনে নিতে শিখুন।

সকল ভাষা সৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা।

সবাইকে বাংলার শুভেচ্ছা !!!

_______________________

 

মোহাম্মদ শামসুদ্দোহা তাপস । সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়