ডেস্ক

Published:
2021-12-01 11:08:40 BdST

কক্সবাজারে রানওয়েতে অবাধে বিচরণরত দুটি গরু নিহত হলো বিমানের ধাক্কায়


গরুর প্রতীকী ছবি ও কক্সবাজার বিমান বন্দর

সংবাদসংস্থা
______________


কক্সবাজার বিমানবন্দরে একটি যাত্রী বাহী বিমান  উড্ডয়নের সময় রানওয়েতে  বিস্ময়কর ঘটনা ঘটেছে। এসময় বিচরণ করা দুটি গরুর সঙ্গে উড্ডয়ন রত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। এতে গরু দুটি মারা গেলেও ৯৪ যাত্রীর সবাই অক্ষত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা এবং ও-ই বিমানের  এক চিকিৎসক যাত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইএ-৪৩৮) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজের একটি ডানায় গরু দুটির আঘাত লাগে।

কক্সবাজার বিমানবন্দর সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি ৭টা ০৫ মিনিটে নিরাপদে ঢাকায় শাহজালাল আন্তর্জাাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়