Dr. Aminul Islam

Published:
2021-11-03 21:09:42 BdST

কিশোর মনোরোগ সহ নতুন পাঁচ বিষয়ে ফেলোশিপ চালু করলো বিসিপিএস


 

সংবাদ দাতা
_________________

কিশোর মনোরোগ সহ নতুন পাঁচ বিষয়ে ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)। বিষয়গুলো হলো মেডিকেল অনকোলজি, প্যালিয়েটিভ মেডিসিন, শিশু ও কিশোর মনোরোগবিদ্যা, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি এবং পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার মেডিসিন।

মঙ্গলবার ২ নভেম্বর২০২১ বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক বিল্লাল আলম এ তথ্য জানান।

তাঁর নোটিশে বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস ২০২০ সালের ২৬ আগস্ট থেকে মেডিকেল অনকোলজি, প্যালিয়েটিভ মেডিসিন, শিশু ও কিশোর মনোরোগবিদ্যা, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি, পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার মেডিসিনে নতুন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়