Ameen Qudir

Published:
2017-02-13 15:32:25 BdST

বাসন্তী শুভেচ্ছা এবং ছোট একটি ভুল


 

মডেল ছবি।

 

 


মেজর ডা. খোশরোজ সামাদ
______________________________


ঘড়ির কাটা ১২-০১ ছুঁতে না ছুঁতেই বাসন্তী শুভেচ্ছা দেয়া -নেয়ার পোস্ট একের পর এক আপলোড হচ্ছে তো হচ্ছেই ।প্রিয়জনকে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে দেয়া পোস্টে ফেসবুক সয়লাব হয়ে গেছে ।যে ভালবাসা ,আবেগে বাসন্তী শুভেচ্ছা দেয়া হচ্ছে সেটা অবশ্য সত্য এবং উষ্ণ ।

কিন্তু ,ইয়ে বলছিলাম কি ,বাংলা ক্যালেন্ডারের দিন বদল হয় সূর্যোদয়ের সাথে কোনক্রমেই রাত ১২-০১ মিনিটে নয়।সেই কারণেই ইংরেজী নববর্ষ রাত ১২-০১ মিনিটে হলেও বাংলা নববর্ষ সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় ।তাই , 'সহি'ভাবে শুভেচ্ছা জানাতে গেলে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতেই হবে ।

 

তবে প্রাণচাঞ্চল্য আর উচ্ছলতায় সিক্ত হয়ে বাসন্তী শুভেচ্ছা 'আগাম' জানাতে বাধা নাই ।যেখানে বসে আমি এই পোস্টটি লিখছি সেই ওয়েস্টার্ন সাহারার ঘড়িতে বাংলাদেশ থেকে ৬ ঘন্টা পিছিয়ে এখন রাত ১২- ৩৬ ।


_____________________________

লেখক
মেজর ডা. খোশরোজ সামাদ
ওয়েস্টার্ন সাহারায় কর্মরত।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়