Dr.Liakat Ali

Published:
2021-09-26 03:03:01 BdST

বাংলাদেশের ৫০০টাকা এখন পাকিস্তানি ১০০০ রুপির সমান



ডা. জুলফিকার হায়দার রুমি
_________________

বাংলাদেশি টাকা পাকিস্তানি রুপির চেয়ে দ্বিগুণ দামী।
বর্তমানে বাংলাদেশের এক টাকা পাকিস্তানের ১ দশমিক ৯৮ রুপির সমান। ২৪ সেপ্টেম্বর কারেন্সি এক্সচেঞ্জের এক সাইটে প্রাপ্ত তথ্য ।

২০১২ সালে ফেব্রুয়ারিতে এক টাকায় পাওয়া যেতো ১ দশমিক ০৭ রুপি। ২০১৭ সালের নভেম্বরে তা দাঁড়ায় ১ দশমিক ২৫ রুপিতে। এরপর ২০২০ সালের আগস্টে ১ টাকার বিপরীতে ১ দশমিক ৯৭ রুপি পাওয়া যেত।

  মে মাসে ১ দশমিক ৭৯ রুপিতে বিনিময় হতো ১ টাকা। তবে তারপর থেকে আবারও দর হারানোয় ১ টাকায় বর্তমানে বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৯৮ রুপি।

সকলের জানা কথা, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় দ্বিগুণের বেশি। আন্তর্জাতিক বাণিজ্যেও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে।

শেষে কানে কানে বলি, উপরের তথ্য গুলো কারও  ভালো না লাগলে তার জন্য সহানুভূতি সাহায্য হিসেবে  বাংলা  ৫০ পয়সায় আস্ত ১ টাকার  পাকিস্তান উপহার  দেওয়া হল। 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়