Ameen Qudir

Published:
2017-02-11 16:00:21 BdST

বাংলাদেশের ডাক্তারদের প্রতি কেন এই স্বদেশী মিডিয়াবিদ্বেষ !




ডা. তানভীর আহমেদ
__________________________

মানুষ ভুল করে। এটাই স্বাভাবিক ও স্বীকৃত। আমাদের দেশের ডাক্তাররাও মানুষ। তাদের ও ভুল হয়। কিন্তু চিকিৎসা ব্যাবস্থায় ভুল যত কম হয় ততই মংগল। তাই সেটা কমিয়ে আনার জন্য আন্তরিক চেষ্টার বিকল্প নেই।

কিন্তু আমাদের পত্রিকাগুলো কি করে দেখেন। আজকের দৈনিক প্রথম আলো লিখেছে, বিএমডিসি ( বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল) নাকি ভুল খুজে পায় না। এই নিউজের অর্থ দাঁড়ায়, ভুল হয়, কিন্তু বিএমডিসি খুজে পাচ্ছে না। এই ধরনের ঢালাও অভিযোগ, মানুষের মনে এই ধারনাই পৌছাবে যে বিএমডিসি ইচ্ছাকৃত ভাবে ভুল ধরছে না।

এক্ষেত্রে, যে কোন একটা কেস প্রথম আলো নিজেরা বিদেশী চিকিৎসক দিয়ে বিচার করে যদি ভুল পেত, তাহলে তারা একটা চমৎকার রিপোর্ট করতে পারতো। কিংবা কমপক্ষে তাদের কাছে কোন নির্দিষ্ট কেসে কি কি সমস্যা প্রতীয়মান হয়েছে তা দিতে পারতো। তা না করে একটা রিপোর্ট করে দিল। তাদের যেহেতু এই ক্ষমতা আছে।

আমাদের দেশ থেকে বিদেশে রোগী পাচার তথা অর্থ পাচারের চমৎকার ব্যাবস্থা যেটা আইনের চোখে অপরাধ ই নয়!!!

 

 

দেখুন পার্শ্ববর্তীদেশ ভারতে ভুল চিকিৎসার হার।


__________________________________

 

 


লেখক ডা. তানভীর আহমেদ
জনপ্রিয় কলামিস্ট। নিয়মিত লেখেন ডাক্তার প্রতিদিনে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়