Dr.Liakat Ali

Published:
2021-09-05 01:37:41 BdST

ভুঁইফোঁড় লাইফ স্টাইল এমবিবিএস নামধারীদের পরামর্শে এক বছর আগে ওষুধ বন্ধ করে এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি


মস্তিস্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছে (চিত্রে প্রদর্শিত সাদা অংশে), ভর্তির সময় ব্লাড প্রেশার ছিলো ২০০/১০০ মিমি পারদ।

 

ডা. শাহাদাত হোসেন
___________________
ভুঁইফোঁড় লাইফ স্টাইল এমবিবিএস নামধারীদের পরামর্শে তিনি এক বছর আগে ওষুধ বন্ধ করেন। এখন
আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ডা মারুফুর রহমান অপু জানান,

একজন ডায়াবেটিক ও উচ্চরক্তচাপে আক্রান্ত রোগী ৫ বছর ধরে ওষুধ খাচ্ছিলেন এবং স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এরপর তিনি একদিন এক সেলিব্রিটি চিকিৎসক (নাম বললে নাকি ব্যক্তি আক্রমন হয় তাই বলছি না) এর লাইফস্টাইল মোডিফিকেশন ও মোটিভেশন এর ভিডিও দেখেন এবং সেই অনুপ্রেরণায় তিনি তার সকল ওষুধ খাওয়া বন্ধ করে দেন। ওষুধ বন্ধ করার ১ বছর পর এখন ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে আছেন, মস্তিস্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছে (চিত্রে প্রদর্শিত সাদা অংশে), ভর্তির সময় ব্লাড প্রেশার ছিলো ২০০/১০০ মিমি পারদ।

রোগীর স্বজনেরা সিদ্ধান্ত নিয়েছেন তারা এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেবেন এবং বিএমডিসিতেও অভিযোগ করবেন।

এরপরেও কি সেই বিশেষ ব্যক্তির সাফাই গাইবেন আপনারা?

তথ্য কৃতজ্ঞতাঃ Himel Biswas

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়