SAHA ANTAR

Published:
2021-08-24 04:17:31 BdST

KK কে নিয়ে কিছু কথা এবং তার কালজয়ী কিছু গান


 

মুরাদ হোসেন
_________________

KK ওরফে 'কৃষ্ণাকুমার কুন্নাথ' এর সাথে পরিচয়টা অনেক আগে। আমি বিয়ে বাড়িতে সর্বপ্রথম KK র 'তুহি মেরি শাব' শুনি। এতোই ভালো লাগে যে, যে লোক গান বাজাচ্ছিলো, আমি লজ্জা পেয়ে হলেও গিয়ে গানের নাম জিজ্ঞেস করি। কিন্তু, আমি তখন ছোটো। ক্যাসেট কোত্থেকে কিনবো? তবে একদিন সৌভাগ্যবশত আমি এক ইলেক্ট্রনিক্স এর দোকানে এই গান আবার শুনি এবং এক ভাইয়ের মাধ্যমে আমি সিডি ও কালেক্ট করি। তারপর ব্যস! শুরু!

আর তখন ইমরান হাশমির সব মুভিতে KK র গান থাকতোই থাকতো। আমি খুব চোখ রাখতাম টিভিতে। কখন কি গান দেয়। আমার সেসময় 'তুহি মেরি শাব, বাস এক পাল, বিতে লামহে, কেয়া মুঝে পেয়ার হ্যায়, আলবিদা, লাবো কো, আল্লাহ হাফেজ' এগুলো সবচেয়ে বেশি পছন্দের তালিকায় ছিলো।

এরপরেই আসল যাদুটা শুরু। 'জান্নাত, তুম মিলে' এই দুইটা মুভি রিলিজ হলো। তারপর আর বলে দিতে হচ্ছেনা কাউকে, এইসব গান কি পরিমাণ হিট হলো। পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে চার্টবাস্টার বা হিউজ সেল এর ফলে রেকর্ড গড়ে গানগুলো। তা হলো 'জাসা সি, হা তু হ্যায়, দিল ইবাদাত'  দিল ইবাদাত কি পরিমাণ ভালোবাসা, তা আর প্রকাশ করার অপেক্ষা রাখেনা!

আমি সবসময় গান পছন্দ করি, বিভিন্ন ইন্ডাস্ট্রির, বিভিন্ন গায়কের গান শুনি। তবে একমাত্র KK ই ছিলেন, যার গান আমি সবসময় মন থেকে প্রফুল্লচিত্তে শুনতাম। এ যেনো এক অন্যরকম ভালোলাগা!

আমি গত ৩-৪ মাস যাবৎ KK র ওয়েবসাইট, পেজ, প্রোফাইল হতে বাংলাদেশে ছোট্ট করে প্রোমোটের চেষ্টা করছি। মজার ব্যাপার এই যে, আজ পর্যন্ত আমি পেজে এবং সাইটে, একজনকেও ইনভাইট করিনি। সবাই ই নিজ ইচ্ছাতে, পছন্দের ফলে ফলো করেছেন। গত ৪ মাসে আমার তৈরি KK র ওয়েবসাইটে মোট রিপিটেড ভিজিটরের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার প্রায় এবং ইউনিক ভিজিটর প্রায় ১ লাখ ৪০ এর উপরে। তিনি ভালো গান গায়। সুতরাং, একজন ফ্যানের হতে এরকম কিছু সে প্রাপ্য বলে আমি মনে করি!

আমাকে প্রতিদিন অন্তত শ-খানেক জায়গায় মেনশন করা হয়, যেগুলো KK রিলেটেড কোনো কন্টেন্ট। বেশ কিছু ইন্ডিয়ান মেম্বার ও ফলো করে আমায়। প্রতিদিন প্রায় ১০-১৫ জন শুধুমাত্র KK র গানের লিস্টের জন্যই নক করেন। যেটা আসলেই বেশ ভালো রেস্পন্স এখন পর্যন্ত, কারণ এখন সবাই চিনতে শুরু করেছে।

KK র জন্মদিন উপলক্ষে আমার পছন্দমতে তার সেরা গানগুলো আমি শেয়ার করছি!

১। Tuhi Meri Shaab
২। Dil Ibadat
৩। Kya Mujhe Pyaar Hai
৪। Zara Sa & Zara Sa Power Balled Version
৫। Haan Tu Hai
৬। Alvida
৭। Mat Azma Re
৮। Kaise Bataaoon
৯। Aakhon Mein Teri, Ajab Si
১০। Khuda Jaane
১১। Tere Bin Ho Na Sake Ga Guzara
১২। Soniye (Heartless Film)
১৩। Beete Lamhein
১৪। Piya Aye Na
১৫। Dil Aaj Kal
১৬। Labon Ko
১৭। Bas Ek Pal
১৮। Tu Jo Mila
১৯। Tujhe Sochta Hu
২০। Sajde
২১। Allah Hafiz
২২। Awarapan Banjarapan
২৩। Kabhi Aayine Pe Likha Tujhe
২৪। O Meri Jaan (Life in A Metro)
২৫। O Meri Jaan (Raaz Reboot)
২৬। O Meri Jaan (From Tum Mile)
২৭। Nazrein Karam
২৮। Yaroon Dosti
২৯। Tu Ashiqui hai
৩০। Pyaar Ke Pal
৩১। Touch Me (From Dhoom 2)
৩২। Main Tera Dhadkan Teri
৩৩। Zindagi Do Pal Ki
৩৪। Such Keh Raha Hai Deewana
৩৫। Teri Yadoon Mein
৩৬। O Sanam
৩৭। Kisne Ye Mujhko Chua Hai
৩৮। Saanson Ke (From Raees Film - KK's Version)
৩৯। Tujhi Mein (Reprise Version)
৪০। I'm in Love (From Once Upon A Time in Mumbai)
৪১। O Jaana
৪২। Ek Pal Ke Liye (KK's Version)
৪৩। Nazar Nazar
৪৪। Kal Ki Hi Baat Hai
৪৫। Guzaarish (Title Song)
৪৬। Rafta Rafta
৪৭। Aksar (From Hijack Film)
৪৮। Dil Samanadar
৪৯। Mere Falak Ka, Tuhi Sitara
৫০। Duniya Ne Dil Toda
৫১। Tu Mujhse Jabse Mila Hai
৫২। Jeena Isi Ka Naam Hai
৫৩। Tere Bin (From Bandish Album)
৫৪। Tadap Tadap Ke
৫৫। Jaane Kaise (From Raqeeb Film)
৫৬। Maine Dil Se Kaha
৫৭। Kahaani (From Kahaani Film)

প্রায় এগুলোই আমার সবচেয়ে পছন্দের। প্রিয় গায়কের গানে দিন শুরু এবং শেষ হওয়াটা বেশ উপভোগ করি আমি। যতোদিন মিউজিক এর টেস্ট ঠিক থাকবে, KK র গান অবশ্যই শুনে যাবো!

And Again, Happy Birthday The True Mesmerizer. Your Voice Can Be Located in Every Music Lover's Heart  Because, We Loved Him From Our Childhood, Spent A-Lot-Of Moments Of Our Childhood With His Voice, Passed Good Or Blind Times Both, With His Melodious Songs. Can't Forget Any Single Beat Of His Song's. Never! KK's Songs Ruled My Playlist From My Childhood & Will Be Ruled Always 

#KK #KKMesmerizer #Krishnakumar #Kunnath #LoveYouKK #MLWBD #KK_Pal #TheMesmerizer

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়