Dr. Aminul Islam

Published:
2021-08-11 20:28:52 BdST

যে কাজগুলো করবেন না


 


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
____________________

ঋণ নেবার সময় বন্ধু যদি বলে সহ সহিদাতা হতে তা করবেন না ।
হুট হাট বাড়ি কিনবেন না
গাড়ি লীজ দেবেন না
সঞ্চয় করার বিপক্ষে কোনও অজুহাত খুঁজবেন না ,
ব্যয় বহুল কফি কিনবেন না ।
খুব তাড়া তাড়ি বাপের হোটেল থেকে সরে আসবেন না ।
কখনও ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন না যদি না আপনি কয়েক শ কোটি টাকার মালিক না হন ।
দেখতে খুব সুন্দর এজন্য কখনও কোনও শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করবেন না ।
বন্ধুদের কখনও টাকা ধার দেবেন না ।
বাজার নিম্ন গতির সময় কখনো ষ্টক বেচবেন না ।'
বন্ধুদের মধ্যে নিজের ভাব মূর্তি বাড়াবার জন্য কখনও কোনও কিছু কিনবেন না ।
ঋণ পরিশোধে বেশি দেরি করবেন না ।
সংসারে আর্থিক খরচ বা সঞ্চয় স্বামী স্ত্রী দুজনের যুগ্ম সিদ্ধান্তে করবেন ,একক সিদ্ধান্ত ঠিক না ।
সবগুলো ডিম একই ঝুড়িতে রাখবেন না ।
রিভার্স ম র ট গেজের ফাদে পড়বেন না ।
যে চাকুরি আপনি ঘৃণা করেন সেই চাকুরি কখনো করতে থাকবেন না ।
যে সব জিনিষ আপনার দরকার নেই সেগুলো কখনও কিনবেন না ।
সময়ের আগে চাকুরি থেকে অবসর নেওয়া সব সময় বুদ্ধিমানের কাজ নয় ।
উইল লিখতে ভুলবেন না ।
কোনও অর্থ নৈতিক উপদেষ্টা কে অন্ধ বিশ্বাস করবেন না ।
জীবন বীমা করতে ভুলবেন না ।
ক্রেডিট কার্ড পেমেন্ট করতে ভুলবেন না ।
ভুল বিনিয়োগে টাকা দেবেন না ।
প্রস্তুত হওয়ার আগে অবসর নেবেন না ।
আর্থিক সঙ্গতির সাধ্যে নয় এমন জীবন যাপন করবেন না ।

কিছু আর্থিক বিষয় জীবন সঙ্গী হতে পারে এমন পরামর্শ অন্যের কাছ থেকে ধার করা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়