Ameen Qudir

Published:
2017-02-08 19:25:39 BdST

ড. জাফর স্যারের উপন্যাস নিয়ে হলিউডে ছবি!





ডা. সালমা বেগম
___________________________


বিশ্বস্ত বুদ্ধিজীবী-পাঠকবোদ্ধাদের মাধ্যমে জানলাম, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবালের লেখা বিভিন্ন জনপ্রিয় উপন্যাস নিয়ে হলিউডে ছবি হয়েছে। বিষয়টি মারাত্মক ভাবে অানন্দিত ও অবাক করেছে আমাকে।
জানার খুব ইচ্ছা, এসব ছবিতে কি ড. জাফর ইকবাল স্যারের নাম উল্লেখ করা হয়েছে। এটা খুবই অন্যায় । তারা স্যারের উপন্যাস নিয়ে ছবি বানাবে; কিন্তু ক্রেডিট দেবে না। খুবই আপত্তির কথা।
যে তালিকা জানা গেছে, সেটি দেয়া হল। বোদ্ধা বুদ্ধিজীবীরা ছবি ও উপন্যাস মিলিয়ে দেখে পিএইচডি ডিগ্রি করতে পারেন।

১. ট্রাইটান একটি গ্রহের নাম
সিনেমা Alien (1979)।
২. অবনীল
সিনেমা Pitch Black (2000)।
৩. নিতু আর তার বন্ধুরা
সিনেমা Matilda (1996)।
৪. মেকু কাহিনী
সিনেমা Baby's Day out (1994)।

৫. আমি তপু
A Child Called it(Dave Pelzer : 1995)

__________________________

ডা. সালমা বেগম। ডাক্তার প্রতিদিনের নিয়মিত পাঠক হিসেবে পরিচয়পত্রে জানান।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়