Ameen Qudir
Published:2017-02-06 21:59:58 BdST
লাখো পাঠকপ্রিয় সেই লেখাটি একজন ব্যাঙ্কার-কলামিস্টের
সারাদেশে তুমুল পাঠকপ্রিয়তা পেয়েছিল লেখাটি।ডাক্তার প্রতিদিন দপ্তরেলেখাটি পাঠান এক সহৃদয় গুনমুগ্ধ পাঠক। নামের মিল থাকায় তিনি লেখাটি সমকাল সম্পাদকের লেখা হিসেবে উল্লেখ করে পাঠান। চলমান ডাক্তার সঙ্কটে লেখাটি এতই অনবদ্য যে কয়েক লাখ পাঠক একদিনের মধ্যে তা পাঠ করেন।
পরে সমকাল সম্পাদকের তরফে জানান হয় লেখাটি তার নয়।
এ বিষয়ে ভুল বোঝাবুঝির জন্য আন্তরিক দু:খিত। অামরা আগের প্রকাশনা প্রত্যাহার করে করছি।
সম্পাদক ।
আপনার মতামত দিন: