ডেস্ক

Published:
2021-05-11 16:22:17 BdST

ভুল শিখলে আবার শুদ্ধ শিখানো কঠিন


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_________________
ভুল শিখলে আবার শুদ্ধ শিখানো কঠিন

কাহিনী আবার বলি
দুই বন্ধু বেরিয়েছে । হটাত খেয়াল হল বাজনা বাজান শিখবে । কি বাজনা? তবলা । তাহলে? চল ওস্তাদের কাছে ।
গেল তার কাছে
প্রথম বন্ধু গেল প্রথম
উস্তাদ তাকে বললেন তোমাকে শেখাতে হলে লাগবে ১০০ টাকা
গেল দ্বিতীয় বন্ধু
তাকে বলা হল তোমার লাগবে ২০০ টাকা
কেন?
আমি তবলা ঠোকা ঠুকি করেছি আমার কম লাগার কথা
এ ভারি অন্যায়
না , উস্তাদ বললেন তুমি যে ভুল শিখেছ তা ভোলাতে আমার যে কষ্ট হবে সে জন্য ১০০ টাকা এরপর তুমি তোমার সেই বন্ধুর সমান হবে যে বাদ্যযন্ত্রটি দেখেই নি আর এরপর তার সমান খরচ ১০০ টাকা
বন্ধু থ ।

গল্পটি প্রাসঙ্গিক মনে হয়?

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়