ডেস্ক

Published:
2021-04-19 04:54:56 BdST

"একজন নারী চিকিৎসক,তার চারপাশে ইউনিফর্ম পরা এত পুরুষের কুতর্ক দেখতে দেখতে সত্যি বমি পাচ্ছিল"


 

ডেস্ক
-------------------

একজন নারী চিকিৎসক বনাম পুলিশ- মেজিস্ট্রেটের অন রোড বাহাস- হাঙ্গামার ভাইরাল ভিডিও ফুটেজ নিয়ে কিছু মৌলিক প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক, প্রথম আলো খ্যাত সানাউল্লাহ লাবলু।

ফেসবুকে এক লেখায় তিনি বলেন,

ডাক্তার, পুলিশ আর ম্যাজিস্ট্রেট ছাড়া ভিডিওটিতে আরো একটি চরিত্র আছে। বলতে পারেন সেটা কোন পেশার?

একটা ছোট ঘটনাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি তারই নিদর্শন এটি। সব পক্ষের চরম অহং প্রদর্শনের নজির হয়ে থাকলো এ ঘটনা।

ভিডিওটা যেখান থেকে শুরু, ঘটনার শুরু তারও আগে থেকে। সেটা এখানে অনুপস্থিত। তাই শুরুটা কার ইন্ধনে জানি না। কিছু বিষয় আড়াল রয়ে গেছে। এটা ইচ্ছাকৃত কিনা সে নিয়ে একটা সংশয় থেকেই গেল।

ভিডিওটা করেছেন কে? কোনো সাংবাদিক? এটা তবু মানা যায়। কিন্তু কোন যুক্তিতে এটা স্যোসাল মিডিয়ায় ছেড়ে দিলেন? কেমন পেশাদারিত্ব এটা!

একজন নারী, তিনি একজন চিকিৎসক। আর তার চারপাশে ইউনিফর্ম পড়া এতোজন পুরুষের কুতর্ক দেখতে দেখতে সত্যি বমি পাচ্ছিল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়