SAHA ANTAR

Published:
2021-01-24 00:17:41 BdST

ঘুমের দেশের মাথাব্যথা


 

ডা. সাঈদ এনাম

_________________

" কখনো এমন মাথাব্যথার রোগী পেয়েছেন, যাদের মাথাব্যথা শুরু হয় কেবল ঘুমিয়ে পড়লে। ফলে তারা প্রায়ই গভীর ঘুম থেকে জেগে উঠেন যন্ত্রণায়। এমন কি রাতে দু'তিন বারও জেগে উঠেন? আর জেগে উঠলে তাদের মাথাব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে!

এটাকে হিপনিক হেডেক- Hypnic Headache (HH) বলে। এর আরেক নাম "এলার্ম ক্লক হেডেক"। ঘড়ির এলার্ম এর মতো ঠিক একটা সময় ধরে এটা হয়ে থাকে তাই এমন নাম।

একটা নির্দিষ্ট সময় অর্থাৎ গভীর রাতে ঘুমানোর পর রাত ১/২/৩ টার সময় সাধারণত শুরু হয় এ ব্যাথা। পনেরো মিনিট, আধাঘন্টা থাকে। ঘুম থেকে জেগে উঠলে আবার ধীরে ধীরে এই মাথাব্যথা কমতে থাকে।

বাংলাদেশে কেমন আছে এই এমন রোগী? বা আপনারা কারা কারা পেয়েছেন? জানাবেন।

গতকাল আমি একটা কেইস পেলাম আমার মৌলভীবাজার এর চেম্বারে।

ভদ্রলোকের বয়স ৭০ এর কাছাকাছি। কষ্টের কথা বলতে যেয়ে চাচা প্রায় কেঁদে ফেললেন। তার এই মাথাব্যথা কেউ বিশ্বেস করতে চায়না। আবার কেউ এটাকে গুরুত্ব দেয়না।

CT করতে দিয়েছি সাথে আরো দুএকটা ইনভেস্টিগেশন, কিছু কিছু বিষয় এক্সক্লুড করে নিতে। সাধারণত হিস্ট্রি থেকেই এ রোগ ডায়াগনোসিস।

এটা খুবই দূর্লভ। মোট হেডেক এর শতকরা ০'০৭%। এ সম্পর্কে তেমন কিছু লিটারেচার এ নেই। কাল রাত চারটা অবধি এ নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম।

কয়েকটি লিটারেচার আছে তবে তাতে কিছু রং ইনফরমেশন ও আছে। এটা দূর্লভ কেইস তাই হয়তো তেমন করে কিছু উল্লেখ নেই।

এই মাথাব্যথার আরেকটি নাম আগেই বলেছি, 'এলার্ম ক্লক হেডেক'। আর বাংলায় আমি এর নাম দিলাম "ঘুমের দেশের মাথাব্যথা"।

এ গুলো ভালো কেইস, ইন্টারন্যাশনালি প্রেসেন্ট করার মতো। অনেক বিশেষজ্ঞ হয়তো গোচরে বা অগোচরে চেম্বারে এ কেইস পেয়ে থাকবেন।

আমাকে ইনবক্সে শর্ট হিস্ট্রি দিয়ে একটু হেল্প করবেন যদি কেউ পেয়ে থাকেন।

এ রোগের চিকিৎসাটা ও অদ্ভুত!

ঘুমানোর আগে দুই মগ কফি খেতে হবে। কফি এডিনোসিন রিসেপ্টরকে ব্লক করে ফলে ব্রেইনের রক্ত সঞ্চালন করার রক্তনালী গুলো সংকুচিত থাকে এবং এতে আর মাথাব্যথা হয়না। সাথে অন্যান্য পেইন কিলার উপকারী।


ডা. সাঈদ এনাম
ডিএমসি, কে-৫২

সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়