Dr. Aminul Islam

Published:
2020-11-16 15:29:20 BdST

সৌমিত্রকে যেভাবে শ্রদ্ধা জানালেন অমিতাভ


 

ডা সাঈদ হোসেন 

-----------------------------

একজন মহানায়ক সমসাময়িক অন্য একজন মহানায়ক সম্পর্কে কিভাবে সম্মান জানান, তার অনন্য নিদর্শন পাওয়া গেলো বলিউড মহানায়ক অমিতাভ বচ্চনের লেখায়। অামাদের দেশে প্রতিদিন হিংসাত্মক কথার ছড়াছড়ি।  একদল জংগী বক্তা ভয়ংকর সব হিংসাত্মক হিংস্র কথাবার্তা বলে চলছে অন্য ধর্ম বর্ণ সম্প্রদায় সম্পর্কে। 

অশ্লীল কথা বলছে নারীদের নিয়ে। টাকার ভাগাভাগি নিয়ে নিজেরাই হিংস্রতা ও খুনোখুনি তে লিপ্ত। 

ভদ্রপল্লীর ভাষা থেকে এদের শিখা উচিত, কিভাবে অন্যদের সম্মান জানাতে হয়। 

সম্প্রতি প্রয়াত বাঙালির মহানায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি শ্রদ্ধা জানাতে গিয়ে অমিতাভ লিখেছেন, 

 Soumitra Chatterjee .. an iconic legend .. one of the mightiest pillars of the Film Industry, .. has fallen .. a gentle soul and abundant talent .. last met him at the IFFI in Kolkata ..
Prayers .. ????

অনুবাদ : সৌমিত্র চট্টোপাধ্যায়, একজন অাইকনিক কিংবদন্তি,  চলচ্চিত্র শিল্পের  অক্ষয় স্তম্ভ, প্রয়াত হলেন।  একটি সজ্জন অাত্মা, অফুরন্ত মেধাবী, তাঁর সংগে  মিলিত হয়ে ছিলাম কলকাতা অাই এফ এফ অাই তে।

তাঁর জন্য দোয়া। 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়