Dr. Aminul Islam

Published:
2020-11-16 00:44:53 BdST

এবার শীতের মৌসুমে ছুটি কাটাতে ভ্রমণ না করা নিরাপদ


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
 
_________________________

এবার শীতের মৌসুমে ছুটি কাটাতে ভ্রমণ না করা নিরাপদ। খুব প্রয়োজন না হলে ভ্রমণ স্থগিত করুন অন্তত এক বছর । বিয়ের উৎসব যদি করতেই হয় তাহলে ঘরোয়া করুন খুব ছোট সমাবেশ , শুধু ঘরের লোক জন নিয়ে , ঘরের ভেতরে অনুষ্ঠান না করে বাইরে খোলা স্থানে করা বেশি নিরাপদ ।

ঘরে করতে হলে দরজা জানালা খুলে অবাধ বায়ু চলাচল করতে দিন ।

পারলে সব অনুষ্ঠান বছর খানেক স্থগিত করুন;

যারা বয়স্ক আর যাদের অন্য দীর্ঘস্থায়ী রোগ তাদের নিতে হবে বাড়তি সতর্কতা ।

এ সময় মাস্ক পরা , শারীরিক দূরত্ব , হাত ধোয়া এসব বিধি মেনে চলুন ।

বিনোদন স্থগিত রাখুন দলে বলে সাগর সৈকত , বন বাদাড় , এমনকি রেসরটে এখন না গেলে হয় ।রেস্তোরা , হোটেল , চায়ের আড্ডা সিনেমা বাইরের খাবার যত দূর সম্ভব বাদ দিন ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়