SAHA ANTAR

Published:
2020-10-29 01:09:58 BdST

পোলিও ভাইরাস ভয়কে যেভাবে জয় করেছে ডাক্তার , চিকিৎসাকর্মীরা


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
____________________________

১৯০০ সালে পোলিও ভাইরাস ভয় আতঙ্কে আচ্ছন্ন করেছিল বিশ্ব । লৌহ ফুস্ফুস। গ্রীষ্ম লক ডা উন । ১৯৫০ সালের মধ্যে প্রায় ৬০০,০০০ লোক প্রতিবছর পোলিওতে হতে লাগলো পক্ষাঘাত গ্রস্ত। বিজ্ঞানীরা তৎপর হলেন। দুটো নতুন ভ্যাকসিন তৈরি র জন্য । ভ্যাকসিন হার নিম্ন থাকাতে আফ্রিকাতে পোলিও স্থানিক প্রাদুর্ভাব হয়ে থাকল । ১৯৮০ সালে রোগ নির্মূলের জন্য রোটারি ইন্টারন্যাশনাল কিক স্টার্ট দিলেন এক বৈশ্বিক প্রচেষ্টার। ১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য এসেম্বলি চালু করলেন গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগ । এই প্রচেষ্টার ্পেছনে একত্র হয়ে দাঁড়ালেন আফ্রিকার নেতারা । ১৯৯ সালে নেলসন মেন্দেলা চালু করলেন " আফ্রিকা থেকে পোলিও দূর কর " অভিযান । পোলিওর বিরুদ্ধে মহাদেশ জুড়ে ব্যাপক প্রথম টিকা দান শুরু । লক্ষ লক্ষ স্বাস্থ্য কর্মী গেলেন মানুষের দুয়ারে দুয়ারে । শিশুদের রক্ষা করা শুরু হল। ২৫ অগাস্ট আফ্রিকা সনদ পত্র পেলেন বুনো পোলিও মুক্ত। আফ্রিকান মহাদেশ হল পোলিও নির্মূল হল এক অসামান্য অর্জন । চলুন আমারা এর ধারাবাহিকতায় সব শিশুকে ভ্যাকসিন দ্বারা   নির্মূল কার্যক্রম চালিয়ে যাই ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়