Dr. Aminul Islam

Published:
2020-10-26 00:51:07 BdST

'ডা. জাহিদুর রশীদ সুমন: অকালে গেলো চলে!'


 


ডা. আবুল হাসনাত মিল্টন
____________________ 


চলে গেলো অনুজসম ডা. জাহিদুর রশীদ সুমন!
ফেসবুকে ডাক্তারদের একটা গ্রুপ খুলছি। কাজের কথা আর কী বলবো, সেখানে মৃত্যুই মূখ্য হয়ে আছে গত কয়েক মাস। মৃত্যু তালিকায় সর্বশেষ নাম লেখালো ডা. জাহিদুর রশীদ সুমন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিল, সেরে উঠতে না উঠতেই ডেঙ্গুতে আক্রান্ত হলো। এবার আর রক্ষা পেলো না। অসংখ্য সাথী, গুনগ্রাহীকে চোখের জলে ভাসিয়ে আজ সকাল ৮.১০ এ চলে গেলো।
যে কোন প্রয়োজনে আগ বাড়িয়ে আর কে বলবে, ভাই আমি আছি না? ঢাকায় প্রকল্পের কাজে ছোট একটা অফিস খুঁজছি, অমনি এসে বলবে, ভাই আমার এত বড় অফিস, কয়েকটা রুম নিয়ে নেন। ফটোগ্রাফি নিয়ে কথা উঠতেই ঝাপিয়ে পড়বে, ভাই আমি আছি তো। চলেন, দুই ভাই মিলে একদিন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি। পাবনা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, ফরিদপুর মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র, ক্যাডেট কলেজ ক্লাবের আজীবন সদস্য সুমন। ডাক্তারদের জন্য FDSR করলাম, সেখানেও সুমন সহযোদ্ধা হিসেবে আছে। পরিচয়ের পর থেকেই সবসময় সাথে ছিল। শুধু মৃত্যুযাত্রায় সবাইকে রেখে একা চলে গেলো।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়