Ameen Qudir
Published:2017-01-27 14:37:39 BdST
আবু ধাবির যুবরাজের পাঁচতারা বিমান
ডা. সোলায়মান শেখ , কলকাতা।
___________________________________
তিনি আবু ধাবির যুবরাজ। ৫৫ বছর বয়সী যুবরাজ ২০০৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারের দায়িত্ব সামলাচ্ছেন।আবু ধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জাভেদ আলি নহিয়ান ।
রাজা তিনি। তার জীবনও রাজকীয়। তার ব্যাক্তিগত বিমানের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিমান তো নয়, এ রীতিমত ফাইভস্টার হোটেল।
এটিকে পাঁচ তারা হোটেলের কোনও সুসজ্জিত স্যুইট ভেবে ভুল করতে পারেন অনেকেই। কী নেই এই বিমানে! বিলাসবহুল ড্রইংরুম, বেডরুম, কনফারেন্স রুম— সবই রয়েছে এর মধ্যে।
________________________________
ডা. সোলায়মান শেখ , কলকাতা।
আপনার মতামত দিন: