Ameen Qudir

Published:
2020-04-05 19:13:29 BdST

নিন্দুকরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, ডাক্তারদের প্রাইভেট চেম্বার কতটা প্রয়োজন


ফাইল ছবি । ছবির চরিত্র মডেল হিসেবে ব্যবহৃত

ডেস্ক
__________________


ডাক্তারদের প্রাইভেট চেম্বার নিয়ে নানা মুখী বিতর্কের মাঝে নিজস্ব যুক্তি ও কারণ তুলে ধরলেন তুখোড় যুক্তিবাদী প্রখর ব্যাক্তিত্ব ডা. আমিনুল ইসলাম । তিনি বলেন,
অফিস টাইম এর পরে ডাক্তারদের প্রাকটিস করাটাকে যারা বাঁকা চোখে দেখতেন তারা হয়তো এতক্ষণে অনুধাবন করতে পারছেন ডাক্তারদের এই বৈকালিক প্রেক্টিস জনগণের জন্যও কতটা প্রয়োজন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা যে ডাক্তারদের বৈকালিক ঘাম-শ্রম ছাড়া টিকে থাকার মতো না এই অনুধাবনটাও দিনেদিনে গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে।

এ করোনাকালে বৈকালিক প্র্যাকটিস বন্ধ রাখার একটা জরুরী দিক হলো করোণা রোগীদের সংস্পর্শ থেকে এটা সাধারণ রোগীদেরকে বিরত রাখতে পারবে। ১৯ জন সাধারণ রোগীর মধ্যে একজন করোণা রোগী ঢুকে গেলেই সেই ১৯ জন প্লাস তাদের পরিবার শেষ। PPE পরে ডাক্তার না হয় রক্ষা পেল, কিন্তু সেই ১৯ জন রোগীকে রক্ষা করবে কে? অন্য সব জমায়েত ক্ষতিকর হলে ডাক্তারের চেম্বারে জমায়েত ক্ষতিকর হবে না কেন? বরং সেখানেই তো করোনা রোগী থাকার সম্ভাবনা অন্য যেকোন জমায়েত এর চেয়ে বেশি?

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়