Ameen Qudir

Published:
2020-04-05 02:47:50 BdST

কি বিচিত্র হিসাব দেখুন !যেন গুণিতকের অঙ্ক !


 

ডেস্ক
_______________________

আলিম মাহমুদ । বাংলাদেশ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা । পরোপাকারী অত্যন্ত সজ্জন ব্যাক্তিত্ব। জনস্বার্থে তিনি বিভিন্ন মহামারীর তথ্য দিয়ে সারাদেশবাসীর কাছে সবিনয়ে অনুরোধ করেছেন সরকারি কোয়ারেন্টিন সিরিয়াসলি নেয়ার। নানা মারীর তথ্য দিয়ে বিশ্লেষণ সহ তার এই লেখা।
তিনি লিখেছেন -----
১৩২০ সালঃ ' দ্য ব্লাক ডেথ অব বুবনিক'- উৎপত্তিস্থল- ইউরোপ,মৃত ২০০ মিলিয়ন মানুষ । বাহক- কালো ইঁদুর ও মাছি ।
--------------------
১৪২০ সালঃ 'দ্য এপিইডেমিক অফ ব্লাক ডেথ প্লেগ'- উৎপত্তিস্থল- রোম, বাহক -কালো ছুঁচো ও কাঠবেড়ালি । মৃত- ১ লক্ষ।
----------------------
১৫২০ সালঃ 'স্মল পক্স'- উৎপত্তিস্থল- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ,বাহক স্পানিক বণিকদের দল । মৃত- ৩৫ হাজার ।
-------------------
১৬২০ সালঃ 'মে ফ্লাওয়ার'- উৎপত্তিস্থল- লন্ডন, বাহক- কালো মাছি । মৃত- ২.৫ লক্ষ ।
-----------------
১৭২০ সালঃ ' দ্য গ্রেট প্লেগ অফ মার্সেই'- উৎপত্তিস্থল- ফ্রান্সের মার্সেই শহর, বাহক- গোঁফওয়ালা ইঁদুর । মৃত- ১০ লক্ষ। গণকবর দেওয়া হয় ।
--------------------
১৮২০ সালঃ 'কলেরা' এবং যুক্তরাষ্ট্রে 'ইয়েলো ফিবার'-
কলেরার উৎপত্তিস্থল- কাস্পিয়ান সাগরের উপকূলে দাগেস্তান (রাশিয়া।) বাহক- ভিব্রিও কলেরী ব্যাকটেরিয়া।সারা বিশ্বে কলেরায় মৃত প্রায় ৩.৫ কোটি ।
---------------------
১৯২০ সাল 'দ্য স্পানিস ফ্লু'- উৎপত্তিস্থল- স্পেনের মাদ্রিদ শহর । বাহক- মশা, মৃত প্রায় ৮.৫ কোটি ।
--------------------
২০২০ সালঃ ' কোভিড ১৯' উৎপত্তিস্থল- চিনের উহান প্রদেশ। মৃত-????
আগামীতে কি দিন অপেক্ষা করছে আমরা জানিনা । তবে এটুকু জোর গলায় বলতে পারা যায় এই মহামারী মানুষের গৃহবন্দী অবস্থার প্রতিরোধে প্রতিহত হবেই হবে।
কিন্ত আমরা কি গৃহবন্দী আছি ?

আমাদের আরও সচেতন হতে হবে। রোগের উপসর্গ লুকিয়ে রাখবেন না । চিকিৎসার জন্য প্রস্তুত দেশ,
প্রশাসনের সাহায্য নিয়ে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচিয়ে সরকারকে সহযোগিতা করুন । এতে দেশ ও জাতি উভয়েই বাঁচবে ।

তথ্যসূত্রঃ ইন্টারনেট ও WHO

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়