Ameen Qudir

Published:
2020-04-03 21:05:18 BdST

বাংলাদেশের মসজিদসমুহে যেভাবে বিপুল জমায়েতে জুমার নামাজ হল


ডেস্ক
_________________

সারা বাংলাদেশে মসজিদ সমুহে নির্বিঘ্নে শুক্রবারের জুমার নামাজের জমায়েত সম্পন্ন হয়েছে। মসজিদে মসজিদে বৃদ্ধ যুবক নির্বিশেষে সকল মুসল্লির বিপুল অংশগ্রহনে জমায়েত অনুষ্ঠিত হয়।
হাজারো মুসল্লি তাতে অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত সাবধানতা অবলম্বনের কথা থাকলেও মুসল্লিরা তা উপেক্ষা করেন। মসজিদ কমিটির পক্ষ থেকেও মুসল্লিদের নিরুৎসাহিত করা হয় নি।
মসজিদের মাইকে মাইকে বলা হয়, নিজ নিজ জায়নমাজ বাসা থেকে নিয়ে আসতে। বলা হয়, ওজু বাসা থেকে করে আসতে।
ডা. রাসেল চৌধুরী জানান , হুজুর জুম্মার জামাতের আগে মাইকে বলছেন, "নামাজের সময় কোনো ফাঁক না রেখে দাঁড়ান ও মাস্ক খুলে রাখুন।"
একজন বিশিষ্ট চিকিৎসক জানান , আজ মিরপুর দশ নম্বর ইসলামী সমাজ কল্যান মসজিদ থেকে ঘোষনা দেওয়া হয় যে সকল মুসুল্লি ভাইয়েরা জুম্মার নামাজ পড়তে আসবেন , তারা প্রত্যেকে বাসা থেকে ওজু করে আসেন। নিজেদের জায়নামাজ সংগে নিয়ে আসেন। সংক্ষিপ্ত আরবী খুতবা এবং ফরজ দুই রাকাত নামাজ পড়ে আবার বাসায় চলে যাবেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়