Ameen Qudir

Published:
2020-04-03 16:54:19 BdST

করোনা সংক্রমণ রোধে জনসমাগমে নিষেধাজ্ঞা না মেনে কুড়িগ্রামে অষ্টমী স্নান



ডেস্ক
_________________

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ মানেন নি এই ধর্মসমাগমের মানুষ। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ১ এ প্রিল ২০২০অষ্টমী স্নান উৎসবে মিলিত হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। কয়েক হাজার পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে ছোট ছোট দলে অষ্টমীর স্নান করেন । ছোটখাটো মেলাও বসে ।
প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার ফলে এবার পুণ্যার্থীরা মূল পয়েন্ট চিলমারী নৌবন্দরে যাননি। তারা ব্রহ্মপুত্র নদকে ঘিরে চিলমারী উপজেলার ফকিরেরহাট, পুটিমারী, জোড়গাছসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ছোট ছোট দলে অষ্টমীর স্নানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়