Ameen Qudir

Published:
2020-04-03 14:54:49 BdST

কত দিন থাকব ঘর বন্দি হয়ে? ৩ বিলিয়ন লোকের জিজ্ঞাসা


 

ডা: শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসেবার শুভচিন্তক
_____________________


এই করোনা বিশ্ব মারী ঠেকাবার একটি শ্রেষ্ঠ উপায় হল সামাজিক বিচ্ছিন্নতা । তবে কতদিন এই সামাজিক বিচ্ছিন্নতা ? কয়েকটি উপাদান এর পেছনে রয়েছে ।
সামাজিক বিচ্ছিন্নতা কমবে যখন জনগনের মধ্যে herd immunity সৃষ্টি হবে । হার্ড ইম্মুনি টি হল ঃজনগনের কত শতাংশ ইম্মুনি টি অর্জন করেছে / আর জন গোষ্ঠি র একটি উল্লেখ যোগ্য অংশ SARS CoV 2 এর বিরুদ্ধে ইতিমধ্যে ইম্মুন হয়েছেন তাহলে একজন অসুস্থ লোকের অন্যকে সঙ্ক্রমনের সম্ভাবনা অনেক কম্ বে । ভাইরাস কাউকে সংক্রমিত করার ক্ষমতা কিছুটা হারাবে । আর বিশ্ব মারি উল্লেখযোগ্য প্রান নাশ ছাড়া এক সময় থেমে যাবে । হার্ড ইম্মুনি টি অর্জনের জন্য জন সংখ্যার দুই তৃতীয়াংশ সঙ্ক্রমিত হতে হবে আর সামাজিক দূরত্ব সঙ্ক্রমন আর মৃত্যু কমাবে । আরেকটি উপায় হল টিকা । তবে টিকা বাজারে আসতে লাগতে পারে ১৮ মাস । আরেকটি হল ব্যপক টেস্টিং । রোগ নির্ণয় পরীক্ষা সংক্রমণ দ্রুত সনাক্ত করতে সহায়ক হবে । এদের শনাক্ত করা আলাদা করা সহজ হবে । বেশির ভাগের লোকের কোন উপসর্গ হয়না । নিজের অজান্তে এরা ভাইরাস ছড়াতে থাকে । তাই উপসর্গ দেখা দেবার আগে যারা সংস্পর্শে এসেছেন এমন এদের শনাক্ত করা টেস্ট করা দরকারি । এটি বিস্তার রোধ আর লক ডা উন তুলে নেয়ার মত অবস্থা হতে পারে । বিজ্ঞানীরা এখনো জানেন না উষ্ণ আবহাওয়া একে রোধ করতে পারে কি না । কেউ জানেন না এটি কি স্থায়ী হবে এক বছর দেড় বছর । তাই বাধ্যতা মূলক সামাজিক বিচ্ছিন্নতা আর ভ্রমণ বিধি নিষেধ প্রয়োজন । কয়েক মাস থেকে ১ বছর । সামাজিক বিচ্চিন্নতা বিশ্ব মারী দমন করতে পারে । গবেষকদের আশঙ্কা একবার এসব বিধি নিষেধ তুলে নিলে ভাইরাসের ফিরে আসার সম্ভাবনা থাকতে পারে । সামাজিক বিচ্চিন্নতা মানে অন্য লোকের কাছ থেকে নিজে দূরে থাকা । সপ্তাহধিক কাল ঘরে বসে অফিস বা স্কুল করা হোটে পারে । আত্মীয় স্বজন বন্ধুদের সংগে সাক্ষাৎ না করা । আর স্টোরে অন্যের কাছ থেকে নিজেকে ৬ ফিট দূরে রাখা , । ভাইরাসটি বাতাসে ড্রপ লেটে র মাধ্যমে ছড়ায় । তাই দূরত্ব রাখলে নাক বা মুখের কাসি বা হাঁচির ড্রপ লেটের মাধ্যমে ভাইরাস কারো নাক বা মুখে স্থাপিত হয়ার সম্ভাবনা কমে ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়