Ameen Qudir

Published:
2020-04-01 15:27:33 BdST

জানালা দিয়ে দূর থেকে দেখে পিপিই ছাড়াই চিকিৎসা দেওয়া সম্ভব:এক সম্পাদকের তত্ত্ব


 

ডেস্ক
____________________

একজন সাংবাদিক সম্পাদক বলেছেন , জানালা দিয়ে দূর থেকে দেখে চিকিৎসা দিলে পিপিই ছাড়াই চিকিৎসা দেওয়া সম্ভব।
এটা নয়াতত্ত্ব। এ প্রেক্ষাপটে বিশিষ্ট চিকিৎসকদের বক্তব্য : করোনা পরিস্থিতি হাইলি ট্যাক্নিক্যাল ইস্যু। জ্যাক অব অল ট্রেড, মাস্টার অব নান"দের এনে সব পন্ড হচ্ছে। ভুলভাল কথা বলে পুরো আলোচনাটাকেই নষ্ট করে দিচ্ছেন। ফ্রুটফুল কোন আলোচনা হচ্ছেনা৷ এরচে বরং বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের স্কলারদের আনুন।

ডা. গুলজার হোসেন উজ্জ্বল বলেন,
টকশোতে সাংবাদিকদের এনে করোনা পরিস্থিতি বিশ্লেষণ না করালে হয়না। এটা হাইলি ট্যাক্নিক্যাল ইস্যু।

উনারা ভুলভাল কথা বলে পুরো আলোচনাটাকেই নষ্ট করে দিচ্ছেন। ফ্রুটফুল কোন আলোচনা হচ্ছেনা৷ এরচে বরং বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের স্কলারদের আনুন।

নাইমুল ভাই আজকে বলেছেন জানালা দিয়ে দুর থেকে দেখে চিকিৎসা দিলে পিপিই ছাড়াই চিকিৎসা দেওয়া সম্ভব।

এখন মেধাবী সাংবাদিক নাইমুল ইসলাম খান এর চেয়ে বেশি কি বলবেন? উনাকে করোনা নিয়ে কথা বলতে বললে তো এসবই বলবেন। মাঝখান থেকে মূল সমস্যাগুলো আলোচনার বাইরে চলে যাচ্ছে। একটা সিরিয়াস ইস্যু হাস্যরসিকতার পর্যায়ে চলে যাচ্ছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়