Ameen Qudir

Published:
2020-04-01 00:48:04 BdST

'ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া কেউ পিপিই পরলে তাকে করোনা রোগী দেখতে পাঠিয়ে দেব'


 

ফাইল ছবি ।

ডেস্ক
________________________

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ব্যতীত অন্য কেউ পিপিই পরলে তাকে এখন থেকে করোনা রোগী দেখতে হাসপাতালে পাঠিয়ে দিব। মঙ্গলবার সকালে
বাংলাদেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট তাদেরই দরকার যারা রোগীর সেবা করে। যারা রোগীর সেবাদানের সাথে যুক্ত না তাদের এটা দরকার নাই। তবে আপনি আতংকিত হলে নিজ উদ্যোগে গাউন পরে নিন।

প্রধানমন্ত্রী  বলেন, পিপিই হচ্ছে যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত তাদের সুরক্ষার জন্যে। তিনি বলেন, ইদানিং দেখছি যত্রতত্র সবাই এর ব্যবহার করছে। অথচ যাদের দরকার তারাই পাচ্ছে না। প্রথমে চিকিৎসকদের পিপিই প্রয়োজন। অযথা বাড়াবাড়ি করে বাবুর্চি, গেটম্যান, ব্যাংক এ সবাইকে দিয়ে সংকট করবেন না। আমি নিজেও বিব্রত বোধ করেছি এইটা দেখে। আতংকিত হয়ে যাই যারাই পাচ্ছেন, এটা পরিধান করছেন। চিকিৎসক ছাড়া অহেতুক যারা যারা পিপিই পরবেন, তাদের সবাইকে করোনা রোগী দেখতে পাঠাবো।

আর সে সকল গার্মেন্টস পিপিই তৈরি করতে পারবে, তারা যেন চিকিৎসকদের পরামর্শ নিয়ে তৈরি করে, যাতে কাজের উপযোগী হয়।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়