Ameen Qudir
Published:2017-01-07 16:57:10 BdST
এফসি পি এস পার্ট টু :পলাশীর প্রান্তরের ট্রাজেডির চেয়েও হৃদয় বিদারক
ডা. রওশন দায়েমী
__________________________
বি সি পি এস-এর এক পিস মুলার দাম ১০ থেকে ১১ হাজার টাকা মাত্র !! এই মুলার অধিকাংশ ক্রেতাও আবার সদ্যই এমবিবিএস পাশ করে বঙ্গোপসাগরে হাবুডুবু খাওয়ারত বেকার ডাক্তার । এই বেকার ডাক্তারদের কষ্টার্জিত টাকা দিয়েই কেন বিসিপিএস এর ব্যয় নির্বাহ করতে হবে ? কমনসেন্স বলতেও তো একটা ব্যাপার আছে !একটা বিসিপিএস চালাইতে কয় হাজার কোটি টাকা লাগে ?
যথেষ্ট হাস্যকর সিস্টেম । তাও যদি ২৫% মুলাও অন্তত কাজে লাগতো !
এফসি পি এস
পার্ট-২ আরেক ইতিহাস । পলাশীর প্রান্তরেও এতটা হৃদয় বিদারক কাহিনী দেখা যায় নি ।
_________________________
লেখক ডা. রওশন দায়েমী
Medical Officer at UNHCR, COX'S BAZAR, BANGLADESH
Former Medical Officer at Chattagram Metropolitan Hashpatal Limited
আপনার মতামত দিন: