Ameen Qudir

Published:
2019-12-02 06:54:47 BdST

আসছে বছর শুরুতে আরও ৫০০০ ডাক্তার নিয়োগের সুখবর


 

ডেস্ক
________________

২০২০ সালের শুরুতে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ সুখবর জানালেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৩০ নভেম্বর২০১৯ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ইন্টারন্যাশনাল কংগ্রেস সায়েন্টিফিক সেমিনারে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল সেক্টরে জনবল অনেক বাড়াতে হবে। চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টের সংখ্যা কম। বিভিন্ন সমস্যার কারণে গত ১০ বছর ধরে এখানে নিয়োগ দিতে পারিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ হাজার ডাক্তার নিয়োগের অনুমোদন পেয়েছি। আগামী ৮ ডিসেম্বর সাড়ে চার হাজার ডাক্তার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেবে এবং বিভিন্ন জায়গা তাদেরকে পদায়ন করা হবে। এবং আগামী বছরের শুরুতে আরও পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৩৫টি সরকারি মেডিকেল কলেজের জন্য অনেক শিক্ষক দরকার, প্রফেসর দরকার। ২৯ নভেম্বর ১ হাজার ৩০০ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি হয়েছে। চার মাস আগে সাতশ’ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়