Ameen Qudir

Published:
2019-11-01 03:20:26 BdST

পাকিস্তান বিরোধী রোগী এলেই খুন করব, হুমকি মুম্বইয়ের লেডি ডাক্তারের



ডেস্ক:

ফেসবুক ব্যবহার করতে গিয়ে ক্রীড়া আসক্তিতে বা নানা কথার মিথস্ক্রিয়ায় তাল হারানো ঠিক নয়। অথচ মেজাজ হারিয়ে খুন খারাপীর হুমকি দিলেন স্বয়ং এক ডাক্তার। মুম্বইয়ের এক নারী ডাক্তার হুমকি দিয়েছিলেন , তাঁর ক্লিনিকে কোনও পাকিস্তান বিরোধী রোগী এলেই তাঁকে হত্যা করবেন! তার কমেন্টর প্রেক্ষিতে মন্তব্য কলামে তার ফেসবুকের কিছু বন্ধু পাকিস্তানের বিরুদ্ধে মন্তব্য করায় বেজায় চটেছিলেন ওই ডাক্তার। সোশ্যাল মিডিয়াতে পাল্টা ওই ডাক্তারের হুমকি, পরের বার ক্লিনিকে কোনও পাকবিরোধী রোগী এলে তাঁকে হত্যা করবেন।

ওই মহিলা ডাক্তারের ফেসবুক পোস্টটির বেশ কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ওয়েবসাইটের দাবি, ক্রিকেটে ভারত-পাকিস্তান সমর্থনের জেরে এই ঘটনা ঘটে। ডাক্তারের ফেসবুক বন্ধু কয়েকজন ব্যক্তি ফেসবুকে কমেন্ট বক্সে পাক-বিরোধী কমেন্ট পোস্ট করেন। এতেই ব্যাপক চটে যান ওই মহিলা ডাক্তার। পাল্টা কমেন্টে তিনিও হুমকি দেন, এরপর কোনও পাকিস্তানবিরোধী রোগী তাঁর ক্লিনিকে ডায়ালিসিস করাতে এলে তিনি সাপোর্ট সিস্টেম খুলে রোগীকে হত্যা করবেন। পাশাপাশি, প্রকাশ্যেই পাক-পন্থী মনোভাবের পরিচয় দেন অভিযুক্ত। তাঁর ওই কমেন্টটির ছবি ভাইরাল হয়ে ওঠে। কয়েকজন ফেসবুক ও টুইটার ইউজার সেই ছবি ইতিমধ্যেই মুম্বই পুলিশের আইটি ডিপার্টমেন্টে পাঠিয়েও দিয়েছেন। সাধারণ মানুষ এখন ওই হাসপাতালে যেতেই ভয় পাচ্ছেন বলে খবর মিলেছে।
তবে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর ওই ডাক্তার এবার উলটো সুর ধরেছেন। তাঁর ল্যাপটপ চুরি গিয়েছে, এমনকী তিনি তাঁর ফেসবুকের পাসওয়ার্ডও মনে করতে পারছেন না বলে দাবি করেছেন ওই মহিলা ডাক্তার। অনেকেই বলছেন, ভারতে ডাক্তাররা নারায়ণ রূপে পূজিত হন। সেই দেশে একজন ডাক্তার কী করে বেছে বেছে পাকিস্তানবিরোধী রোগীদের হত্যা করার হুমকি দিতে পারেন?
তথ্য সংযোগ সংবাদ প্রতিদিন ও মুম্বাই মিডিয়া

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়