Ameen Qudir
Published:2019-10-11 21:59:31 BdST
নোবেলজয়ী স্যার পিটার জে. রেটক্লিফ ও বাংলাদেশের ডাক্তারের আলাপ
ডা.সাঈদ এনাম
_______________________________
এবারে মেডিসিন এ নোবেল পেয়েছেন তিনজন। তারমধ্য অন্যান্য হলেন স্যার, পিটার রেডক্লিফ।
স্যার পিটার রেডক্লিফ এর গবেষণা ছিলো, অক্সিজেনের ঘাটতিতে কোষের প্রতিক্রিয়া গুলো কি।
১৯৮০ সালে স্যার পিটার গবেষণা শুরু করেন সেল এ অক্সিজেনের ঘাটতি এবং এতে কিভাবে কিডনি থেকে ইরাইথ্রোপোয়েটিন হরমোন নিঃসরনের স্টিমুলেসন হয়। স্যার পিটার সেই স্টিমুলেশন এর রহস্য আবিষ্কার করেন, যা মুলত অক্সিজেন সেনসিটিভ একটি এনজাইমের প্রভাবে হয়।
স্যার পিটার এর গবেষণা ক্যান্সার, এনিমিয়া এসবের চিকিৎসার একটি নতুন দ্বার উন্মোচিত হলো মাত্র।
...... কিভাবে?
কীভাবে, তা জানতে আমি স্যার এর রিসার্চ ওয়ার্কটি কালেকশন করে পুরোপুরি পড়ি।
এবং স্যারের কাজ ও নোবেল জয়ের জন্যে তাঁকে কংগ্রাচুলেশনস জানিয়ে মেইল করি সেদিন।
নোবেলজয়ী স্যার পিটার ক্লিফ আজ আমাকে পালটা কৃতজ্ঞতা আর ধন্যবাদ দিয়ে মেইল করলেন।
একজন নোবেলজয়ী কতটুকু সাদামাটা আর মহান হৃদয়ের অধিকারী হলে আমার মতো একজন নগন্যে সাইকিয়াট্রিস্ট এর মেইলের জবাব দেন, তা খানিকটা অনুমেয়..!!!!
স্যার কে বিশ্ব মানসিক দিবস নিয়ে আমার লেখাটাও মেইল করি।
স্যার পিটার জে. রেটক্লিফ, 
হ্যাটস অফ ইউ স্যার, 
ইউ আর জিনিয়াস।
প্রে ফর মি স্যার।
ডা.সাঈদ এনাম
সাইকিয়াট্রিস্ট
কে-৫২
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       