Ameen Qudir

Published:
2016-12-31 15:53:41 BdST

শিক্ষামন্ত্রীর শিক্ষককন্যাকে বিয়ে ডা. ইমরানের



ডাক্তার প্রতিদিন
_____________________

 

গণজাগরণ মঞ্চের আলোচিত নেতা ইমরান এইচ সরকার বিয়ের পিঁড়িতে বসছেন আজ শনিবারে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক নাদিয়া নন্দিতা ইসলাম ও ইমরান তাদের জীবনের ইনিংস শুরু করতে যাচ্ছেন।

শুক্রবার সন্ধ‌্যায় হলুদের আয়োজন হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে।

শনিবার মিন্টো রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় দুই পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে হবে ।

ইমরান এইচ সরকার বলেন, পারিবারিকভাবেই সব হচ্ছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়