Ameen Qudir

Published:
2019-03-03 07:28:54 BdST

পাকিস্তানে একজনও মুসলমান নেই,সৌদীরা জানলেও বাংলাদেশী অনেকেই জানে না


 

ডা. শফিকুল আলম
__________________________

পাকিস্তানী বর্তমানের প্রধানমন্ত্রী ইমরান খান কার ভাই পো। একাত্তরের কুখ্যাত কসাই নিয়াজীর ভাইপো। তার নামও ইমরান খান নিয়াজী। ত্রিশ লাখ বাংলাদেশী নিহত হয়েছে যে কসাইদের জল্লাদী গনহত্যায় , সেই কসাইদের জন্য আজ স্বাধীন বাংলার বুকে উল্লাস; এ সত্যিই বিবেকের পরাজয়; একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে এই পরাজয় বড় বেদনার। এই পাকিস্তানীরা নানা ফেরকায় বিভক্ত। সেখানে ইসলামের নামে নানােগোত্রের নষ্টামি চলে। আমি পাকিস্তানীদের চিনি। সৌদী আরবে পাকিস্তানীদের সাথে কাজ করেছি। আমার বাবা পশ্চিম পাকিস্তানে কাজ করেছেন বিমান বাহিনীতে। তার কাছে ওদের ব্যাপারে অনেক সত্য জেনেছি।
অনেকের নিশ্চয়ই মনে থাকবে। ২০১৭সালে সৌদী যুবরাজ সালমান কি বলে ছিলেন।
সম্প্রদায় বিভাজনে মুসলিম রাষ্ট্র হিসেবে জিন্নাহর সৃষ্ট পাকিস্তানে নাকি কোন প্রকৃত মুসলমান নেই। সবাইকে চমকে দেয়া এই তথ্য ২০১৭ সালের জুনে প্রকাশ করেন সৌদী প্রতিরক্ষা মন্ত্রী মহম্মদ বিন সালমান। সোজা সাপ্টা তিনি বলেন, পাকিস্তানে একজনও মুসলমান নেই । এশিয়ার অন্যতম ধনী সৌদী প্রতিরক্ষামন্ত্রীর এমন কথায় আন্তর্জাতিক মহলেসেসময়ে শুরু হয়েছিল জোর চর্চা। এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী সলমন বলেছিলেন , "সৌদি আরবই এশিয়ার মধ্যে একমাত্র মুসলমান রাষ্ট্র। পাকিস্তানে নিজেদের মুসলমান দেশ বলে দাবি করে। একজন সত্যিকারের মুসলমান বলতে যা বোঝায় ওই দেশে তেমন একজনও নেই।"তবে এখানেই থেমে থাকেননি সৌদির এই মন্ত্রী৷ তিনি আরও দাবি করে বলেন, "পাকিস্তান হল একটা ক্রীতদাসের দেশ। ভারতের মতো দেশের হিন্দুদের ধর্মান্তর করে যারা মুসলমান হয়েছে তারাই পাকিস্তানে থাকে। এদের আসলে ‘হিন্দু-মুসলমান’ বলা হয়।
আরব ভাইরা যে সত্য জানে, আমরা ২৪ বছর নির্মম ভাবে পাকিস্তানের শোষন নির্যাতন সহ্য করেও তাদের পরিচয় ভুলে গেছি।
সেলুকাস! কি বিচিত্র এই দেশ।
আমি ধার্মিক। আর সত্য ধর্ম ইসলামের অনুসারী বলেই কোনদিন এই নিয়াজীর বংশধরদের ক্ষমা করতে পারব না। হাজার বছরেও না।
_____________________________

ডা. শফিকুল আলম । সৌদী নিবাসী সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়