Ameen Qudir
Published:2016-12-17 17:56:38 BdST
ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যা
ডাক্তার প্রতিদিন
______________________
সতর্কতা সবচেয়ে বেশী প্রয়োজন। প্রায়ই এমন ঘটনা ঘটছে। নারীর সুরক্ষায় আরও রক্ষাকবজ দরকার।
বি টেক তৃতীয় বর্ষের এক ছাত্রী। নাম জয়া ভারতী (২০)। জয়ার ঘর থেকে তাঁর পুড়ে যাওয়া দেহ উদ্ধার করে পুলিশ।
বরকাখানার বাসিন্দা জয়া রাঁচীর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। বস্তির একটি ঘরে তিনি একাই ভাড়া থাকতেন। সকালে তাঁর ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে অনুমান, ধর্ষণ করে ওই ছাত্রীকে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশকর্তারা বলছে, , একাধিক দুষ্কৃতী জড়িত বলে অনুমান। ময়না-তদন্ত হচ্ছে।
জয়ার বান্ধবীরা জানিয়েছে, খুবই শান্ত ও পড়াশোনায় ভাল ছিল জয়া। তাঁর বাবা নাগেশ্বর জানান, তাঁর চার মেয়ের মধ্যে জয়াই ছিলেন সব থেকে মেধাবী।
প্রতিনিধি , কলকাতা।
আপনার মতামত দিন: