Ameen Qudir

Published:
2016-12-15 06:24:50 BdST

সারাদেশে জনপ্রিয় ওঝা চিকিৎসার ফল দেখুন !



 

ডা. শাহানা পারভিন
________________________

এটি কোন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা জীবাণু ঘটিত কোন রোগ নয়।
ওঝা মহাশয়ের জ্বীন তাড়ানোর চিকিৎসা।ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার- এর রোগীর প্রথম চিকিৎসার ফলাফল।

সক্রিয় চিকিৎসা চলেছিল দুই ঘন্টা। সরিষা,শুকনো লাল মরিচ এবং আরো কোন উপাদান মিশিয়ে আগুন দিয়ে ধোয়া তৈরি করা হয় । তারপর রোগীকে বাধ্য করা হয় নাক ও মুখ এ ধোয়ার সামনে ধরে রাখতে। গলার দাগ গুলো গরম প্লেট ঐ সব স্হানে ধরে রাখার চিহ্ন। রোগীর বয়স আটত্রিশ। ঘটনাটি ঘটেছে তার মেয়ের সামনে।নেত্রকোনার কোন এক গ্রামে।
এ হলো আমাদের মানসিক স্বাস্হ্য সচেতনতার এক অতি পরিচিত চিত্র।
সময় হয়েছে এয়ার কন্ডিশন রুমের সেমিনারের গন্ডি ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা তৈরির।

(ছবিটি রোগী ও তার পরিবারের অনুমতিক্রমে তোলা)।
__________________________________

লেখক ডা. শাহানা পারভীন । চিকিৎসা কর্মকর্তা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়