Ameen Qudir

Published:
2016-12-13 15:58:06 BdST

মেয়ের বাবা ! মেয়ের মা কি অভিশাপ !



ডা. শিরিন সাবিহা তন্বী
_________________________

ঘটনাটা বলছিল আর আমার ছোট বোন ডুকরে কাঁদছিল।ওর স্কুল থেকে ফেরার পথে ভীড় জমেছিল।রিকশা আগাচ্ছিল না।রাস্তার মাঝখানে এক অল্প বয়স্ক যুবক এক বৃদ্ধকে এলোপাথাড়ি মারছিল।চড়,ঘুষি,থাপ্পর এমনকি রাস্তায় ফেলে লাথি।বৃদ্ধ লোকটি হাউমাউ কাঁদছিল।পাশে কম বয়সী এক মেয়ে কোলে একটা বাচ্চা সহ -" ও বাবাগো!বাবাগো!আমার বাবারে বাঁচান" বলে চিৎকার করছিল।উৎসুক জনতা এদের ঘিরে মজা দেখছিল।বৃদ্ধকে বাঁচাতে কেউ এগিয়ে আসছিল না!!!!
ইভেন্ট টা এই!ঐ বৃদ্ধ মেয়েটির বাবা।যুবকটি তার জামাতা।বৃদ্ধ মেয়েকে বিয়ে দেয়ার সময় ঐ পাষন্ডকে পঞ্চাশ হাজার টাকা যৌতুক দেবার কথা দিয়েছিল নাকি।একবারে এত টাকা যোগাড় করতে পারেনি।

বারে বারে টিভি,সাইকেল অনেক আদায় করেছে ঐ শক্তিমান জামাতা।কিন্তু টাকা আদায় হয়নি।তাই ওর নিজের সন্তান সহ বউকে রাস্তায় নামিয়ে দিয়েছে।আর বৃদ্ধ যখন মেয়ে আর নাতিকে সেভ করতে এসেছে তখন চলছে এই অমানুষিক নির্যাতন।।
আমি জানি আমার মত অনেকের ই চোখের কোনে মুক্তোর দানা জমেছে!নাকটা ভিজেছে!
মেয়ের বাবা!মেয়ের মা!
এই সমাজে আজ ও যেন এক অভিশাপ!
আমরা ভ্রুন হত্যা নিয়ে বড় বড় কথা বলি।আইন করি।প্বার্শবর্তী রাষ্ট্র ভারতে গত কয়েক বছরে দেড় কোটি কন্যা শিশু জন্মের আগে বা পরে হত্যা করা হয়েছে।আমার দেশে ও মেয়েরা ভাল নেই।ভাল নেই মেয়ের পিতা - মাতা!
আমি পুত্র সন্তানের জননী।আমি বাংলাদেশের সব ছেলের মায়েদের ওপেন চ্যালেঞ্জ জানাতে চাই!এমন কেউ কি আছেন যে বলতে পারবেন একটি কন্যা সন্তানকে জন্ম দিতে ,আপনার পুত্র সন্তানটিকে জন্ম দিতে যতটা কষ্ট হয়েছে তার থেকে এক ফোঁটা কষ্ট কম হয়েছে!!আর কন্যা লালন পালন করতে পুত্রের থেকে কম কষ্ট হয়েছে এমন বলার দুঃসাহস ই বা কজন পুত্রের পিতা মাতার আছে???

তাহলে কেন এই বৈষম্য????

একটি পরিবারে বাবা মা তাদের অতি আদরের কন্যাটিকে তিলে তিলে বড় করে তোলার পর তোমরা যখন ঐ মেয়েটিকে রাস্তায় দাঁড়িয়ে অপমান অপদস্ত করো।ইভটিজিং নামক নোংরামো করো ভেবে দেখেছ,ঐ বাবা মা কতটা অপমানিত হয়?তোমরা যখন পাত্রী খোঁজার নাম করে কুরবানীর গরুর মত কন্যাটির পরীক্ষা নাও।কখনো পাস করতে যৌতুক নামক গ্রেজ নাও কখনো বা রিজেক্ট করো তখন ঐ বাবা মা র ই এই বৃদ্ধ বয়সে এসে কন্যার মতই দুরু দুরু বক্ষে পরীক্ষায় পাস বা ফেল হয়!!!


আর যদি পাস হয়েই যায়??বিয়ের পর তুমি এবং তোমরা যখন প্রতি দিন প্রতি রাতে তাকে অসংখ্য আগ্নেয়গিরির জ্বালামুখের উপর বসিয়ে দাও???
এটা হলো না কেন?ওটা হলো না কেন?আমার ছেলের যত্ন হলো না কেন?আমার মেয়ে - মেয়ে জামাইকে দাওয়াত দিলে না কেন?উপহার টা ক্লাসি হলো না কেন?তোমার বাপ ফ্লাট দিলো না কেন?গাড়ী দিল না কেন?প্লট দিল না কেন?
আর স্বামী!!!তোমার নাকটা বোঁচা কেন?চোখ দুটো সুন্দর না কেন?স্মার্ট না কেন?ওভার স্মার্ট কেন?পর্দা করো না কেন?চাকরী করো কেন?বিয়ের পরে পড়া কেন?ফেসবুকিং করো কেন?বাচ্চা হচ্ছে না কেন??মেয়ে হলো কেন??
ঘুনে ধরা সমাজ,তোমাকে বলছি!আর কত কেন র উত্তর দিবে এ সমাজের মেয়েরা??তোমাদের এত প্রশ্নের সব উত্তর যে কন্যাটির বাবা মার চোখের অশ্রু হয়ে দিন রাত ঝরে!!!
তোমাদের আরো বলছি।তোমরা যখন নিজের মেয়ের হানিমুন প্লান করতে করতে ছেলের বউটি আর তার পিতা মাতাকে অপমান করতে থাক।কেন ভাব না তোমার মেয়েটিও এমন প্রশ্নবানে জর্জরিত হতে পারে।এ রক্তক্ষরন তোমার বুকেও হতে পারে।


আর পুত্র মহাশয়, আপনি যখন আপনার পিতা মাতার সেবা শুশ্রূষা ,বৃদ্ধ বয়সের নিরাপত্তা যত্ন আত্তি নিয়ে চিন্তিত হবেন একবার একটু ভাববেন কন্যাটিকে জন্ম দেয়া বৃদ্ধ বৃদ্ধা ও সেবা চায়।শুশ্রূষা চায়।নিরাপত্তা চায়।দুরু দুরু বক্ষে মেয়েটির দোষের কাসুন্দি শুনতে চায় না।
তাই পিতা মাতা যেন আমাদের সকলের মাথার তাজ হয়।পিতা মাতার যেন ভাগ না করি আমরা পুত্রের বা কন্যার পিতা মাতা হিসেবে।কন্যা জন্ম দেয়ার পাপে যেন আমরা তাদের লাঞ্জিত না করি বরং লক্ষ্মী জন্ম দেয়ার পূন্যে আমরা যেন তাদের অভিনন্দিত করি আজীবন !

_______________________________

 

লেখক ডা. শিরিন সাবিহা তন্বী । জনপ্রিয় কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়