Ameen Qudir

Published:
2016-12-09 22:59:46 BdST

সোনার পাহাড়, প্লাটিনামের পর্বত বাস্তবেই


ডা. শুভ কিবরিয়া খান
___________________
সোনার বাজার পড়ল বলে। সোনা আর সোনা । সোনার পাহার বলে রুপকথা ছোটবেলায় শুনেছি, সেটা সত্য হতে চলেছে।
মানবসভ্যতার ‘দ্বিতীয় উপনিবেশ’ গড়ার তোড়জোড় চলছে চাঁদে। বদলে যাবে মানুষের ইতিহাস। গাল গল্প সব ফুরুৎ ফুরুৎ উড়ে যাবে।

পাহাড়সমান অজস্র সোনা ছড়িয়ে রয়েছে চাঁদে। আছে প্ল্যাটিনামও। আর মহাকাশে বিপুল পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিরল, দুর্লভ, বহুমূল্য খনিজ পদার্থ। আর সে সব যে খুব দূরে রয়েছে, তা নয়। সেই সব সোনা, প্ল্যাটিনাম আর বহুমূল্য খনিজের তল্লাশে যে খুব একটা কল্পনাতীত দূরত্বে পাড়ি জমাতে হবে, এমনটাও নয়। ওই বিরল, বহুমূল্য পদার্থ রয়েছে আমাদের হাতের প্রায় নাগালেই। চাঁদে। কাছে-পিঠে থাকা বিভিন্ন গ্রহাণু বা অ্যাস্টারয়েডে।

মহাকাশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনা, প্ল্যাটিনাম সহ দুর্লভ, বহুমূল্য পদার্থগুলির সুবিশাল ‘খনি’গুলির খোঁজ-তল্লাশ আর সে সব পৃথিবীতে তুলে নিয়ে আসার অভিযানে নামছে এ বার তিনটি সংস্থা। আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে পর পর সেই সব অভিযান। ওই তিনটি মার্কিন সংস্থার অন্যতম- ‘মুন এক্সপ্রেস’। যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভারতীয় নবীন জৈন। অন্য দু’টি সংস্থা- ‘ডিপ স্পেস ইন্ডাস্ট্রিজ’ আর ‘প্ল্যানেটারি রিসোর্সেস’।
_____________________________

লেখক ডা. শুভ কিবরিয়া খান।
ঢাকা মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়