Ameen Qudir

Published:
2018-07-04 16:49:42 BdST

ডা. ফয়সল ইকবাল চৌধুরীকে কেন এই হেনস্থা : তার বিরুদ্ধে নোংরা অপপ্রচার কারা করছে !


 

 

ডা. শিরীন সাবিহা তন্বী
_______________________

আপনি চিকিৎসক?
আমিও।
আপনি পিতা বা মাতা বা কারো বড় ভাই বোন তথা অভিভাবক?
আমি আমার সন্তানের অভিভাবক।
এই মুহূর্তে আমাদের একজন সজ্জন একজন সত্যিকারের চিকিৎসক অভিভাবক ডা. ফয়সল ইকবাল চৌধুরী কেবল অভিভাবকের দায়িত্ব পালন করতে গিয়ে একজন অভিযুক্ত চিকিৎসককে অযাচিত হেনস্থা থেকে রক্ষা করতে গিয়ে সাংবাদিক রুপী কিছু স্বাস্থ্য সন্ত্রাসী,চাঁদাবাজ এবং বিদেশী ক্লিনিকগুলোর দেশীয় এজেন্ট দের খপ্পরে পড়েছেন।এই সকল সাংবাদিকগন সত্যিকারের যারা সাংবাদিক তাদের ও শত্রু।কারন নিজেদের হীন এবং গোপন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এরা নিজের সম্মানিত এবং কষ্টকর সাংবাদিকতা পেশাটার অপব্যবহার করছেন।

এমতবস্থায় আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব কি?
জানি অনেক না পাওয়া অবহেলা বঞ্চনা আমাদের সহানুভূতিহীন করেছে।কিন্তু এ লড়াই অস্তিত্বের।
ওরা এটাই চায় যে বাংলাদেশে রুগী মৃত্যুবরন করলেই যেন ডাক্তারদের দোষারোপ করে তার সারাজীবনের আয় চাঁদা রুপে গ্রহণ করা যায়।বিনা পরিশ্রমে আয়।
ডাকাতি কসাইগিরি ওরা করবে।আর কসাই গালি আপনি শুনবেন।
তাই এক্ষুনি সময়।এই অনাচারের বিরদ্ধে জেগে উঠুন।
আমাদের অভিভাবক ডাক্তার বান্ধব চট্টগ্রামের চিকিৎসকদের প্রান ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরীর স্বপক্ষে অবস্থান নিন।একটু সময় নিয়ে সকল অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিন।
আসুন , ছবিটা সবাই আমাদের টাইম লাইনে পোষ্ট করি।কিংবা প্রপিক বা কাভার ফটো করি।

আমরা একজন রাফাকে বাঁচাতে পারি।
আমরা লক্ষ ডাক্তারদের সম্মান নিরাপত্তা ও বাঁচাতে পারব।স্বাস্থ্য সেক্টর ধংসের নীল নকশাকে প্রতিহত করে দিতে পারব।
__________________________

ডা. শিরীন সাবিহা তন্বী । জনপ্রিয় কলাম লেখক।
৩২ তম শেবাচিম
২০০০ - ২০০১সেশন

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়