Ameen Qudir

Published:
2018-05-27 18:47:09 BdST

কিউট রোগীরা কিউট যে সব সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসে


 


ডা. মোঃ বেলায়েত হোসেন
____________________________

আমার কিউট রোগীরা কিউট কিউট সব সমস্যা নিয়ে আমার কাছে আসে।

যেমন -

১.
'ডাক্তার সাব,আমার গোসল করতে গেলে পানি দেখলে ঠাণ্ডা লাগে গতকাল থেইকা,এইটা কি জাতীয় সমস্যা হইতে পারে?'

২.
"আপনার বাথরুম স্বাভাবিক আছে না?"
'জ্বী না ডাক্তার সাব,আমার বাথরুমে সমিস্যা।'
"কি সমস্যা?শক্ত না নরম?"
'বেশি শক্তও না,আবার নরমও না।'
"তাইলে কি রকম?"
'স্বাভাবিক ডাক্তার সাব।'
"????????????"

৩.
'আমার দুইদিন ধইরা জ্বর আসে,মনে হয় টাইফয়েড।'
"কেমন করে বুঝলেন?"
'আমার চইদ্দো বচ্ছর আগে একবার হইসিলো,সুই দিসিলাম।আবার মনে হয় ফির‍্যা আইসে।'

৪.
সময় দুপুর সাড়ে তিনটার আশেপাশে।
রোগীর সমস্যা-
'স্যার আমার লাঞ্চ করার পর থেইকা খুব ঘুম আসতেসে।কি করতে পারি?'

"আমি কোল পেতে দিচ্ছি দাদা,আপনি আরাম করে ঘুমান"-মুখ দিয়ে বেড়িয়ে যাচ্ছিলো প্রায়,বহু কষ্টে আটকাইসি।

৫.
সাড়ে একগারোটার কাছাকাছি হবে।
রোগীর সমস্যা-
'স্যার আমার জোরে হাটলে শরীর চুলকায়।কপাল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত চুলকায়,আবার হাটা থামাইয়া দিলেই সব নাই।'

-----------------------

আহা,আমি কান পেতে রই....
___________________________

ডা. মোঃ বেলায়েত হোসেন
শাহাবুদ্দিন মেডিকেল কলেজ
০২ ব্যাচ।

 

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়