Ameen Qudir
Published:2018-05-08 02:32:26 BdST
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএমএ’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
ডেস্ক
________________________
আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ০৩ মে ২০১৮ বৃহস্পতিবার বেলা ১২:০০ টায় বিএমএ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, দেশের স্বাস্থ্যখাতের সব উন্নয়ন আওয়ামী লীগের আমলেই করা, ৯৬ তে ক্ষমতায় এসে আমরা পরিকল্পনা করে কিছুটা শুরু করি। ২০০১ এ বিএনপি-জামায়াত এসে সব বন্ধ করে দেয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেসব অসমাপ্ত কাজ আবার ক্ষমতায় এসে বাস্তবায়ন করেছেন এবং করে চলেছেন। তিনি বলেন খালেদা জিয়া এতিমের টাকা মেরে জেলে গিয়েছেন। লজ্জার ব্যাপার। তার চিকিৎসায় দেশের স্বনামধন্য চিকিৎসকদের যুক্ত করা হয়েছে। তারপরও তাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। খালি বলে অসুস্থ। অনির্বাচিত সরকারের অধীনে কোনোদিনই নির্বাচন হবে না উল্লেখ করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে গণতান্ত্রিক রীতি নীতি অনুযায়ীই হবে। সে নির্বাচনে কোন দল অংশগ্রহন করবে , কোন দল অংশগ্রহন করবেনা সেটা তাদের নিজস্ব ব্যাপার এখানে সরকারের কোন কিছু করার নেই। তিনি চিকিৎসক শ্রমিক পেশাজীবি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করতে প্রচেষ্টা চালারনোর আহবান জানান।
বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি বলেন, এদেশের উন্নয়নের প্রতিটি ধাপে রয়েছে শ্রমজীবিদের কঠোর পরিশ্রম । আমরা দেশের সকলেই শ্রমিক শুধু কাজের ধরনটাই আলাদা। দেশের মানুষ যদি সুস্থ্য থাকে তাহলে তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় সে জাতীয় আয়ে বেশী অবদান রাখতে পারে এ কথা মাথায় রেখেই শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।
সম্মানিত অতিথির বক্তব্যে জনাব হাবিবুর রহমান সিরাজ বলেন, দেশের সার্বিক উন্নয়নে শ্রমিকের অবদান সবচেয়ে বেশী। শেখ হাসিনার সরকার শ্রম বান্ধব সরকার আর একারনেই আগামীতেও দরকার শেখ হাসিনার সরকার।
সভাপতির বক্তব্যে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, “সুস্থ শ্রমিক, নিরাপদ জীবন- নিশ্চিত করেন টেকসই উন্নয়ন” এই শ্লোগানের বাস্তবতায় বিএমএ মনে করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ যদি সুস্থ্য থাকে তাহলে সে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে এই কারনে বিএমএ বিগত বছরের ন্যায় এবছরও ১লা মে শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ প্রদান ও বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে শ্রমজীবি মানুষদেরকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া ও সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএমএ,র সাবেক মহাসচিব ডা. মোঃ শফিকুর রহমান ও ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী, বিএমএ কোষাধ্যক্ষ ডা. মোঃ জাহিদ হোসেন, বিএমএ সাংগঠনিক সম্পাদক ডা. তারিক মেহেদী পারভেজ, বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. জুলফিকার আলী লেনিন ও ডা. উত্তম কুমার বড়–য়া প্রমুখ। বিএমএ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন বিএমএ দপ্তর সম্পাদক ডা. মোহাঃ শেখ শহীদ উল্লাহ ও প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মোঃ মাহবুবুর রহমান বাবু।”
_____________________
বার্তা প্রেরক
ডা. মোঃ মাহবুবুর রহমান
প্রচার ও জনসংযোগ সম্পাদক
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।
আপনার মতামত দিন: