Ameen Qudir
Published:2018-05-02 22:40:21 BdST
মরোক্কোয় শবে বরাত
মেজর ডা. খোশরোজ সামাদ
________________________
জাতিসংঘ মিশনে শান্তি রক্ষী হিসেবে গতবছর ওয়েস্টার্ন সাহারায় কাজ করি। ছুটি পেলেই ঘুরবার লোভে বেড়িয়ে পরতাম।ক্যাসাব্লাঙ্কাসহ মরোক্কোর অনেক নগরী পর্যটকের অনুসন্ধিৎসা নিয়ে ইঞ্চি ইঞ্চি চষে ফেলি।বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ হাসান-২ সহ মুসলিম সভ্যতার অনেক নিদর্শন দেখবার সৌভাগ্য হয়।
২।ছোট বেলার আমাদের শবেবরাত মানে আতসবাজি, হাওয়াই উড়ানো। রুটি, হালুয়া,খিচুড়ি, পোলাও মাংশসহ মজাদার কত পদের যে খাবার যে রান্না হত তার ইয়ত্তা নাই।এক বাসার খাবার যেতো অন্য বাসায়।সেই সুমিষ্ট খাবারের স্বাদ বুড়ো দাদা-দাদীরাও আনন্দ নিয়ে উপভোগ করতেন।বলতেন শবে বরাতের মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়ে না।সবকিছু মিলিয়ে চারিদিকে উৎসব উৎসব ভাব।
৩।মরোক্কোতে শবে বরাত এল।আমি উত্তেজনা নিয়ে মরক্কোবাসীর জীবনাচার, ধর্মীয় রীতি বিশ্লেষকের চোখ দিয়ে দেখবার অপেক্ষা করছি।কিন্তু,কোথাও হালুয়া- রুটির প্রচলন দেখতে পেলাম না।অফিস আদালত যথা রীতি খোলা।কোথাও উৎসবের একবিন্দু চিহ্ন চোখে পরে নি।মসজিদগুলিতে অন্যদিনের তুলনায় উল্লেখ করবার মত ভিড়ও দেখতে পাই নি।
__________________________________

মেজর ডা. খোশরোজ সামাদ ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।
এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।
আপনার মতামত দিন: