Ameen Qudir
Published:2018-04-28 18:28:27 BdST
স্বাস্থ্য বীমা চালু করে চিকিৎসা খরচ নিয়ে ভুল বোঝাবুঝি, অস্থিরতা, গন্ডগোল এড়ানো যায়
ডা. হৃদয় রঞ্জন রায়
______________________________
আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক হল স্বাস্থ্যবীমা। যাদের এই স্বাস্থ্যবীমা আছে তাদের চিকিৎসার সকল খরচ এই স্বাস্থ্যবীমা কোম্পানী সরাসরি সংশ্লিষ্ট হাসপাতালকে পরিশোধ করে। ফলে বেশি বিল করা বা কম দিতে চাপাচাপি করা, পার্সেন্টেজ ব্যবসা ইত্যাদি বিষয়গুলো কন্ট্রোল করা সম্ভব হয়। এতে চিকিৎসা খরচ নিয়ে ভুল বোঝাবুঝি, অস্থিরতা, গন্ডগোল , জেলাসি ইত্যাদির ঘটনাগুলি এড়ানো যায়। কারণ ভেশিরভাগ ক্ষেত্রেই গন্ডোগোল বা জেলাসের ঘটনাগুলি টাকা পয়সাকে কেন্দ্র করেই শুরু হয় এবং পরে অন্যদিকে মোড় নেয়।
বাংলাদেশে যদি এনআইডি, জন্ম-মৃত্যু নিবন্ধন, বেতন স্কেল, ইটিন/ ইনকাম ট্যাক্স ইত্যাদি অনলাইনে আনা সম্ভব হয় তবে "স্বাস্থ্যবীমা পলিসি" ডাটাবেজ তৈরী করা খুব বেশি কঠিন হবেনা বলে মনে হয়।
____________________________
 
লোকসেবী চিকিৎসক। সুলেখক।সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       