Ameen Qudir

Published:
2016-12-06 16:32:58 BdST

২৫ নম্বরে ২৪ পাওয়া এই বিরল প্রতিভা মেডিকেলে চান্স পেলে কি অবস্থাডা. সাখাওয়াত হোসেন
________________________

এই হচ্ছে এক প্রতিভাবান জিপি এ ফাইভ প্রত্যাশী । তাকে নম্বর দিয়েছেন যে মানুষ গড়ার কারিগর মহান শিক্ষক ; তিনি নিশ্চয়ই গোল্ডেন জিপিএ ।

নম্বর তার হাতের মোয়াই মনে হচ্ছে। ইচ্ছা মতই বিলিয়েছেন।
শিক্ষকের হাতে ছিল ২৫ নম্বর এই পাতায়। তিনি মুক্ত হস্তে ২৪ নম্বর বিলিয়ে দিয়েছেন।
এবার একটু উত্তরপত্র পড়ুন। দেখুন কি লিখে কি নম্বর পেয়েছে।কাউ ইজ ভেরি ইউজফুল প্রানী। পড়ুন , আরও পড়ুন। 

 


এই হচ্ছে , বর্তমানে মুক্তশিক্ষার অবস্থা। এইরকম নম্বর পেয়ে এরাই ভর্তি হবে বিশ্ববিদ্যালয়ে। মেডিকেলে। এরাই দেশের কর্নধার হবে।
দেশের কর্নধার হলে সমস্যা নাই। এক বৃটিশ প্রধান মন্ত্রীর এক চিঠিতে প্রতি লাইনে কয়েকটা করে শব্দ ভুল বানানে পাওয়া গিয়েছিল।
সে তুলনায় এই জিপিএ ফাইভ প্রত্যাশী অনেক ভাল লিখেছে।
কিন্তু এরা মেডিকেলে চান্স পেলে মানুষ মরবে। এই লেখাপড়া দিয়ে ডাক্তারি হবে না।

_______________________

লেখক ডা. সাখাওয়াত হোসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়